

বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা সেই লিটনকে শ্রীলঙ্কা সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। বিয়ের জন্য বিসিবির কাছে ছুটির আবেদন করলেন লিটন দাস। আগস্টের ৫ তারিখ পর্যন্ত ছুটি চেয়েছেন লিটন। অর্থাৎ শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না তাঁর। ছুটিতে থাকবেন সাকিবও। স্বস্তির খবর; খেলতে যাবেন মাশরাফি।
চলতি মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে যাবেন বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে খেলা বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বিয়ের পিঁড়িতে বসছেন বাংলাদেশ জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন কুমার দাস। আগামী ২৮ জুলাই গাঁটছড়া বাঁধছেন তিনি। এ কারণে আসন্ন শ্রীলংকা সিরিজে তাকে দেখা যাবে না।
এ ব্যাপারে বিসিবির প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী জানান, লিটন বৃহস্পতিবার ছুটির আবেদন বোর্ডে জমা দিয়ে গেছে। ক্রিকেট পরিচালনা বিভাগ শুক্রবার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
এবারের বিশ্বকাপে ৫ ম্যাচ খেলে ৪৬.০০ গড় ও ১১০.১৭ স্ট্রাইক রেটে ১৮৪ রান করেছেন লিটন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৯৪ রানের ইনিংসটি বিশ্বকাপে লিটনের সর্বোচ্চ ইনিংস।
স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলবে বাংলাদেশ। তিনটি ম্যাচই হবে দিবারাত্রির। এই লক্ষ্যে ২০ জুলাই দেশ ছাড়বে মাশরাফিরা।