

১০ তারিখ থেকে শুরু হয়েছে মিনি রঞ্জি ট্রফি খ্যাত ডঃ কে থিম্মাপায়া স্মৃতি মাল্টি ডে অল ইন্ডিয়া ক্রিকেট টুর্নামেন্টে বিসিবি একাদশের প্রথম খেলা। দ্বিতীয় দিন শেষে ৩৮৬ রানে এগিয়ে থাকা বিসিবি একাদশ তৃতীয় দিনে এসে অলআউট করেছে বিদর্ভা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে। তাইজুল ইসলাম একাই নিয়েছেন ৮ উইকেট।

৭ উইকেটে ৫০০ রান স্কোরবোর্ডে জমা করে প্রথম ইনিংস ঘোষণা করে বিসিবি একাদশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১ উইকেটে ১১৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল বিদর্ভা ক্রিকেট অ্যাসোসিয়েশন। দ্বিতীয় দিনে বিসিবি একাদশের হয়ে একমাত্র উইকেটটা নিয়েছিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
আজ দিনের শুরুতেই বিসিবি একাদশ শিবিরে আনন্দের উপলক্ষ এনে দেন পেসার তাসকিন আহমেদ। ৬২ রান করা অক্ষয় কোলহারকে এলবিডব্লিউয়ের ফাদে ফেলেন এই গতি তারকা।
তবে তৃতীয় উইকেটে ১১৬ রানের জুটি গড়েন অথর্ভ দেশপান্ডে ও অথর্ভ তাইডে। ৬১ তম ওভারে জোড়া উইকেট নিয়ে বিসিবি একাদশকে ম্যাচে ফেরান তাইজুল ইসলাম। আউট করেন অথর্ভ তাইডে (৪৫) ও গনেশ সাতিশকে (০)।
বিসিবি একাদশের গলার কাটা হয়ে থাকা অথর্ভ দেশপান্ডেকে ব্যক্তিগত ৯১ রানের মাথায় এলবিডব্লিউয়ের ফাদে ফেলেন তাইজুল। ২৯ রান করা ইয়াশ রাঠোড়কে আউট করে তাইজুল পাচ উইকেটের দেখা পান। ৪ রান করা আদিত্য সার্ভাতকে নাজমুল হোসেন শান্তর ক্যচ বানিয়ে ফেরান তাইজুল। বিদর্ভার অধিনায়ক অক্ষয় ওয়াদেকার বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। সেই বাঁধাও ঘুর্ণি জাদুতে দূর করেন তাইজুল, এবাদত হোসেনের ক্যাচ বানিয়ে ফেরান ২৯ রান করা অক্ষয়কে।
মাঝে লেজের দিকের ব্যাটসম্যান রাজনেশ গুরবানিকে ফেরান আরিফুল হক। সৌরভ দুবেকে আউট করে নিজের ৮ম উইকেটের দেখা পান তাইজুল ইসলাম। ৩৫৩ রানেই অলআউট হয় বিদর্ভা ক্রিকেট অ্যাসোসিয়েশন।
এর আগে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে এক ইনিংসে ৮ উইকেট নিয়েছিলেন তাইজুল (৩৯/৮)।
সংক্ষিপ্ত স্কোরঃ
১ম ইনিংস শেষে- বিসিবি একাদশঃ ৫০০/৭ (ইনিংস ঘোষণা)
জহুরুল ৯৬, সাইফ ১৯, মুমিনুল ১৬৯, শান্ত ১১৮, ইয়াসির ৮, সোহান ২, আরিফুল ৭৭, নাইম ১*, তাইজুল ২*; দর্শন ৭৯/৪, গুরবানি ৬৯/১, আদিত্য ১১১/১।
বিদর্ভা ক্রিকেট অ্যাসোসিয়েশনঃ ৩৫৩/১০ (৯৪.৪)
সঞ্জয় ৪৯, কোলহার ৬২, দেশপান্ডে ৯১, তাইডে ৪৫, সতিশ ০, রাঠোড় ২৯, ওয়াদেকার ২৯, আদিত্য ৪, দর্শন ৩৪*, গুরবানি ৪, দুবে ০; তাইজুল ২৭.৪-৫-৮৯-৮, তাসকিন ২০-৩-৭৮-১, আরিফুল ১২-৩-৩৬-১।
বিসিবি একাদশ প্রথম ইনিংস শেষে ১৪৭ রানে এগিয়ে।