ফাইনালের আগে সাকিব তিনে, মুস্তাফিজ দুই’য়ে

Shakib Mustafiz
Vinkmag ad

বাংলাদেশের এবারের বিশ্বকাপ মিশন শেষ হলেও টুর্নামেন্টে ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। বিশেষ করে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বিশ্বকাপের সেরা ৫ ব্যাটসমানের তালিকায় তিনে সাকিব আল হাসান। বিশ্বকাপের সেরা বোলারের তালিকায় দ্বিতীয় মুস্তাফিজ।

291618 1

এবারের বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফরমার কে, এমন প্রশ্নে সহজেই নাম আসবে সাকিব আল হাসানের। কারণ ৮ ইনিংস ব্যাট করে ২টি সেঞ্চুরি ও ৫টি হাফ-সেঞ্চুরিতে ৬০৬ রান ও বল ১১ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার।

তারপরও যদি প্রশ্ন করা হয়, দ্বিতীয় পারফরমার কে, তখন নাম আসবে বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানের। কারণ বল হাতে ৮ ইনিংসে ২০ উইকেট নিয়েছেন তিনি। শেষ দুই ম্যাচে ভারত-পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেট নিয়ে অনার্স বোর্ডে নামও তুলেছেন।

290846

সাকিব আল হাসান-

ম্যাচ ৮, রান ৬০৬, গড় ৮৬.৫৭, স্ট্রাইক রেট ৯৬.০৩, সেঞ্চুরি ২, ফিফটি ৫, সর্বোচ্চ ১২৪*; উইকেট ১১, গড় ৩৬.২৭, ইকোনমি ৫.৩৯, সেরা বোলিং ফিগার ২৯/৫।

মুস্তাফিজুর রহমান-

ম্যাচ ৮, উইকেট ২০, গড় ২৪.২০, ইকোনমি ৬.৭০, স্ট্রাইক রেট ২১.৬, সেরা বোলিং ফিগার ৫/৫৯, পাঁচ উইকেট ২বার

সর্বোচ্চ রান সংগ্রাহকঃ

  1. রোহিত শর্মা- ৬৪৮ রান
  2. ডেভিড ওয়ার্নার- ৬৪৭ রান
  3. সাকিব আল হাসান- ৬০৬ রান
  4. জো রুট- ৫৪৯ রান
  5. কেন উইলিয়ামসন- ৫৪৮ রান

291777

সর্বোচ্চ উইকেট সংগ্রাহকঃ

  1. মিচেল স্টার্ক- ২৭ উইকেট
  2. মুস্তাফিজুর রহমান- ২০ উইকেট
  3. জফরা আর্চার- ১৯ উইকেট
  4. লুকি ফার্গুসন- ১৮ উইকেট
  5. জাসপ্রিত বুমরাহ- ১৮ উইকেট

৯৭ প্রতিবেদক

Read Previous

বড় লিড নিল বিসিবি একাদশ, তাইজুলের ৮ উইকেট

Read Next

শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন না লিটন, খেলবেন মাশরাফি

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share