
ভিন্ন ভিন্ন ঘটনায় চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচ দেখার পর দুইজন ভারতীয় সমর্থক মারা গেছেন। গত ১০ জুলাই বুধবার রোমাঞ্চকর সেমিফাইনালে নিজ দলের হার দেখে মারা যায় ভারতীয় দুই সমর্থক।

বিহারের কিশোরগঞ্জ জেলায় আশোক পাশোয়ান (৪৯) নামের একজন সমর্থক ম্যাচ চলাকালীন শ্বাসকষ্টে ভুগছিলেন। এমন অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাঁকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত বলে ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের মতে, ভারতের ব্যাটিংয়ের সময় আশোক পাশোয়ানের শ্বাসকষ্ট বাড়ছিল। এক পর্যায়ে খেলার শেষ দিকে যখন ভারত হারের দাড় প্রান্তে ছিলো তখন তা আরো মহামারী হয়ে উঠেছিল।
এদিকে আরেকটি ঘটনায় পশ্চিমবঙ্গের হুগলী জেলার একটি সাইকেল দোকানের মালিক শ্রীকান্ত মাইতি (৩৩) খেলা দেখার সময়ে মারা যান। স্থানীয় রিপোর্টারদের মতে, ঘটনার সময় মাইতি তাঁর মোবাইলে খেলা দেখছিলেন। ধোনি আউট হওয়ার সাথে সাথেই তিনি ধসে পড়েন এবং হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, বৃষ্টির কারণে দুইদিন ব্যাটিং করে নিউজিল্যান্ড ২৪০ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দেয় ভারতকে। কেন উইলিয়ামসনের ৬৭ রান এবং রস টেইলরের ৭৪ রানে ভর করে ৭ উইকেট হারিয়ে ২৩৯ রান স্কোরবোর্ডে জমা করে নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে ম্যাট হেনরি’র দুর্দান্ত বোলিংয়ের কাছে হার মানতে হয় ভারতীয় টপ অর্ডারদের। ৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। হার্দিক পান্ডিয়া- রিশাব পান্ট কিংবা মাহেন্দ্র সিং ধোনি- রবীন্দ্র জাদেজা কোনো জুটিই দলকে জয় এনে দিতে পারেনি শেষ পর্যন্ত। প্রথম সেমিফাইনালে ১৮ রানের হার নিয়ে বিশ্বকাপ ২০১৯ আসর থেকে বিদায় নেয় ভারত।
অপরদিকে গতকাল (বৃহস্পতিবার) দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে এক জয় পায় ইংল্যান্ড। ১৪ জুলাই (রবিবার) লর্ডসে ফাইনালে লড়বে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড। দুই দলের একটিও এখনো পর্যন্ত শিরোপার স্বাদ পায়নি। তাই রবিবার ক্রিকেট বিশ্ব পরিচিত হবে নতুন এক চ্যাম্পিয়ন দলের সঙ্গে।