

চলতি বিশ্বকাপে নিজেকে অন্যতম সেরা তারকা হিসাবে ক্রিকেট বিশ্বের সাথে পরিচিত করিয়েছেন জফরা আর্চার। বারবাডোসে জন্ম নেওয়া এই গতি তারকা ১০ ম্যাচে ১৯ উইকেট নিয়ে আছেন সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকার তিনে। জফরা আর্চারের উইকেট নেওয়ার ক্ষমতার সাথে আছে ভবিষ্যত বলে দেবার ক্ষমতাও।
জফরা আর্চারের ২০১৩, ২০১৪, ২০১৫, ২০১৮ সালের বেশ কিছু টুইট মেলালে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড সেমিফাইনালের গতিবিধির সাথে মেলে।
আজকের ম্যাচের উইকেট দেখে অনেকেই মনে করেছিলেন এটা ব্যাটিং স্বর্গ। তবে উইকেট থেকে ভালোই সুবিধা পেয়েছেন বোলাররা।
Lovely to see fast bowling friendly pitches ????
— Jofra Archer (@JofraArcher) December 26, 2018
নিজের করা প্রথম বলেই অ্যারন ফিঞ্চকে ফেরান জফরা আর্চার।
Finch goes
— Jofra Archer (@JofraArcher) May 10, 2014
That’s unlucky finch
— Jofra Archer (@JofraArcher) April 13, 2013
নতুন বল হাতে নিয়ে উইকেট নিয়ে ইংল্যান্ডকে এগিয়ে দিয়েছেন ক্রিস ওকস।
Get one woakes
— Jofra Archer (@JofraArcher) January 20, 2015
যখন ক্রিস ওকস ডেভিড ওয়ার্নারকে ফেরান তখন অস্ট্রেলিয়ার রান ছিল ১০/২।
2 for 10 :/
— Jofra Archer (@JofraArcher) November 24, 2013
জফরা আর্চারের বাউন্সারে আঘাত পেয়ে র-ক্তা-ক্ত হন অজি উইকেটরক্ষক ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারি।
That hit he helmet soo hard
— Jofra Archer (@JofraArcher) March 1, 2015
He hurt? 🙂
— Jofra Archer (@JofraArcher) December 17, 2013
All batsmen buy 2 helmets cause went we meet they will be in use ..
— Jofra Archer (@JofraArcher) March 5, 2013
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন স্টিভ স্মিথ। দারুণ কিছু শট খেলেন তিনি।
Shot smith
— Jofra Archer (@JofraArcher) December 9, 2014
নিজের দ্বিতীয় স্পেলে এসে গ্লেন ম্যাক্সওয়েলের উইকেট নিয়ে অজিদের বিপদে ফেলেন জফরা আর্চার।
Maxwell why?
— Jofra Archer (@JofraArcher) September 18, 2014