‘মাশরাফির বিদায়ী ম্যাচটি দেশের মাটিতে’

Mashrafee
Vinkmag ad

দেশের ক্রিকেটকে বদলে দেওয়ার কাণ্ডারী মাশরাফি বিন মর্তুজাকে দেশের মাটিতেই বিদায় দিতে চায় বিসিবি। সেটা সম্ভবত এ বছরের মধ্যেই। সমর্থকরাও চায় প্রিয় অধিনায়ক তাদের সামনে মিরপুর হোম অফ ক্রিকেটের চিরচেনা সবুজ মাঠে শেষ ম্যাচ খেলবে। 

bangaldesh bangladesh cricket mashrafe mortaza 3798494

টাইগার ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা বিশ্বকাপ শেষে অবসর নেবেন- এমনটাই ভেবেছিল অনেকে। কিন্তু ক্যাপ্টেন নিজেই জানিয়ে দিয়েছেন, অবসর নিয়ে আপাতত ভাবছেন না। আরও কিছুদিন ওয়ানডে চালিয়ে যেতে চান তিনি। তবে এটা কেবল মাশরাফির ভাবনা নয়; বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও (বিসিবি) ভাবনা।

দেশের মাটিতে সিরিজ আয়োজন করে মাশরাফিকে বিদায় দিতে চায় বিসিবি। এ বছরই ঘরের মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ বা সিরিজ আয়োজন করে মাশরাফিকে বিদায় দিতে চায় বিসিবি। তবে সেই ম্যাচ বা সিরিজ কবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা আছে। বাংলাদেশের খেলা সামনে কম থাকলেও অন্য দলগুলোর বিশ্বকাপ পরবর্তী সূচিও খুব ব্যস্ত।

1435329026 mashrafe mortaza

আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাশরাফির বিদায় প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, দেশের মাটিতে সিরিজ আয়োজন করেই মাশরাফিকে বিদায় দেয়া হবে।

‘মাশরাফিকে আমরা দেশের মাটিতে স্মরণীয় বিদায়ের চিন্তা ভাবনা করছি এবং আমরা আয়োজন করবো সে যেন দেশের মাটিতেই বীরের মত বিদায় নিতে পারে।  সেরা অধিনায়ককে আমরা চেষ্টা করবো দেশের মাটিতে সম্ভাব্য সেরা বিদায়ের ব্যবস্থা করতে এবং সেটা যেন স্মরণীয় হয়।’

‘শেষ যেদিন দেখা হয়েছে আমরা এটা বলেছি তাকে- আমরা দেশেই তার ফেয়ারওয়েল করতে চাই।’

৯৭ প্রতিবেদক

Read Previous

রোডস অধ্যায় শেষ হয়েও শেষ নয়!

Read Next

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের সাংসদদের শুভ সূচনা

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share