রোডস অধ্যায় শেষ হয়েও শেষ নয়!

Vinkmag ad

‘ইংলিশ কোচ স্টিভ রোডসের অধ্যায় শেষ। এবার নতুন কোচ খোঁজার পালা। সামনে আবার শ্রীলঙ্কা সফর।’ বিশ্বকাপের পর বাংলাদেশ ক্রিকেট নিয়ে এই খবর গুলোই আপাতত ঘুরছে। কিন্তু বিসিবি সভাপতি বললেন বিপরীত কথা। কোচ রোডসের সঙ্গে এখনই সম্পর্ক শেষ হয়নি বলেই ইঙ্গিত দিলেন নাজমুল হাসান পাপন। রোডসের সঙ্গে এখনও আলোচনা করছে বিসিবি। 

রোডস 1
ছবিঃ ক্রিকেট৯৭

বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডসের সাথে এখনো সম্পর্ক শেষ হয়ে যায়নি বিসিবির। আসন্ন শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের সঙ্গে হয়ত থাকছেন কোচ স্টিভ রোডস। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, কোচ স্টিভ রোডস দলের সঙ্গে আর কতদিন থাকবেন সেটা জানাবেন তিনিই।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন,

‘তাকে আমরা একেবারে বাদ দিইনি। দুইপক্ষ একটি আলোচনায় বসেছিলাম। তাকে সুযোগ দেয়া হয়েছে, ইচ্ছা করলে আরও কয়েক মাস থাকতে পারে। একেবারে বাদ দেয়ার প্রসঙ্গে আমরা কিছু বলিনি। হ্যা, একটা সম্ভাবনা তৈরি হয়েছে উনি যাওয়ার। তবে তার কাছে থেকে এখনো তেমন কোনো উত্তর পাইনি। তাই একেবারে শেষ হয়ে গেছে এমন কিছুই না।’

8L6A7830

এর আগে গত ৭ জুলাই বিসিবি জানিয়েছে- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ইংলিশ কোচ স্টিভ রোডসের সঙ্গে বোর্ডের দুই বছরের চুক্তি থাকলেও পারস্পরিক সমঝোতায় এক বছর এক মাসেই শেষ হয়েছে রোডস অধ্যায়। এরই মধ্যে অবশ্য পরবর্তী কোচ কে হবেন, তা নিয়ে শুরু হয়ে গেছে গুঞ্জন।

অবসর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেশে ফিরেই নেবেন, ইংল্যান্ডে থেকে এমনটাই জানিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। শ্রীলঙ্কা সফরের তিন ওয়ানডেতেও মাশরাফিই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। তাঁর সঙ্গে থাকছেন কোচ স্টিভ রোডসও।

53550 148
রোডস-মাশরাফি।

দেশের মাটিতে সিরিজ আয়োজন করে মাশরাফিকে বিদায় দিতে চায় বিসিবি। এ বছরই ঘরের মাঠে কোনো আন্তর্জাতিক ম্যাচ বা সিরিজ আয়োজন করে মাশরাফিকে বিদায় দিতে চায় বিসিবি। তবে সেই ম্যাচ বা সিরিজ কবে হবে, তা নিয়ে অনিশ্চয়তা আছে। বাংলাদেশের খেলা সামনে কম থাকলেও অন্য দলগুলোর বিশ্বকাপ পরবর্তী সূচিও খুব ব্যস্ত।

৯৭ প্রতিবেদক

Read Previous

ভারতের স্বপ্নভঙ্গ, সমালোচনায় মুখর টুইটার

Read Next

‘মাশরাফির বিদায়ী ম্যাচটি দেশের মাটিতে’

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share