

সোমবারের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ঢাকা আবাহনী এবং শেখ জামাল ধানমন্ডি। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শেখ জামালকে ৬ উইকেটে পরাজিত করেছে আবাহনী। অনুর্ধ-১৯ তারকা আফিফ হোসেন আবাহনীর হয়ে শিকার করেন ৫ উইকেট। মূলত তার বোলিংয়েই পরাস্ত হয় শেখ জামাল।
টস জিতে শেখ জামাল অধিনায়ক ইলিয়াস সানী প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। উদ্বোধনী জুটিতে ৫৩ রান আসলে আপাতদৃষ্টিতে বড় স্কোরের দিকে এগোচ্ছিল শেখ জামাল এমনটাই মনে হচ্ছিল কিন্তু তরুণ আফিফ হোসেনের ঘূর্ণিজাদুতে খেই হারিয়ে ফেলে শেখ জামাল। পরের ১১০ রানের মধ্যে শেখ জামাল হারিয়ে বসে ৭ উইকেট। যার মধ্যে পাঁচটিই তুলে নেন আফিফ হোসেন একাই।
সপ্তম ব্যাটসম্যান হিসেবে মাহমুদুল হক যখন ফিরে যাচ্ছেন সাজঘরে বৃষ্টির বাঁধায় খেলা থামাতে বাধ্য হন আম্পায়াররা। ৩০.৪ ওভারের বেশী আর খেলার সুযোগ হয়নি শেখ জামালের। বৃষ্টি থেমে যখন নতুন করে শুরু হচ্ছে খেলা তখন আবাহনীর সামনে ওভার কমে ২০ ওভারে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১২৪ রান।
সাইফ হাসানের অর্ধশতকে আবাহনী সহজেই পার হয়ে যায় সে লক্ষ্য। ৪০ বলে ৫১ রানের ঝড়ো এক ইনিংস খেলেন বাংলাদেশ যুবদল কাপ্তান। ৫ চার আর ২ ছয়ে নিজের ইনিংস সাজিয়েছেন সাইফ। পাঁচ উইকেট তুলে নেয়া আফিফ মাত্র ১ রানে ফিরে গেলেও সাদমান ইসলামের ৩৩ এবং অধিনায়ক মোহাম্মদ মিথুনের অপরাজিত ৪৯ রানে ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় আবাহনী।
৩২ রানে পাঁচ পাঁচজন শেখ জামাল ব্যাটসম্যানকে সাজঘরে ফেরানোর কৃতিত্ব স্বরূপ অলরাউন্ডার আফিফ হোসেনের ঘরে যায় ম্যাচ সেরার পুরষ্কার।
সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ
শেখ জামালঃ ১৬২/৭ (৩০.৪ ওভার) মাহবুবুল করিম ৬০, রাসেল আল মামুন ৩৬, ফজলে রাব্বী ৩৪। আফিফ হোসেন ৫/৩২
আবাহনী লিমিটেডঃ ১২৪/৪ (১৭.২ ওভার) সাইফ হাসদান ৫১, সাদমান ইসলাম ৩৩, মোহাম্মদ মিথুন ২৯*। তানভির হায়দার ২/১৪
ফলাফলঃ আবাহনী ৬ উইকেটে জয়ী (বৃষ্টি আইনে)।
ম্যান অফ দ্যা ম্যাচঃ আফিফ হোসেন (আবাহনী)।