বিশ্বকাপে যেখানে সাকিব সবার উপরে

হাসান আল সাকিব
Vinkmag ad

আজ থেকে শুরু ২০১৯ বিশ্বকাপের নক আউট পর্ব। তবে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে বাংলাদেশ। যেখানে ব্যাটে বলে সমান নৈপুন্য দেখানো সাকিব আল হাসান ছিলেন বাংলাদেশের সেরা পারফর্মার। এখনো আছেন শীর্ষ রান সংগ্রাহকদের তালিকার তিন নম্বরে। ৬০৬ রান করা সাকিব বেশিরভাগ রান করেছেন দৌড়ে রান নিয়ে। তাঁর চেয়ে সিঙ্গেল, ডাবলস বেশি নিতে পারেননি এখনো কোন ব্যাটসম্যান।

সাকিব ২ 1
ছবিঃ ক্রিকেট৯৭

৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ৬০৬ রান করেছেন সাকিব আল হাসান। স্ট্রাইক রেট টা ৯৬.০৩। চার মেরেছেন ৬০ টি, ছয় মেরেছেন ২ টি। ৬০৬ রানের মধ্যে ২৫২ রান করেছেন বাউন্ডারিতে। বাউন্ডারি থেকে রান করেছেন ৪১.৫৮ শতাংশ।

বাকি রান করেছেন দৌড়ে রান নিয়ে (৫৮.৪২ শতাংশ)। ২৫৩ বার নিয়েছেন সিঙ্গেল, ৪৬ বার নিয়েছেন ডাবলস, তিন রান নিয়েছেন ৩ বার। মোট ৩৫৪ রান করেছেন দৌড়ে রান নিয়ে।

বিশ্বকাপে এখন অব্দি সবচেয়ে বেশি সিঙ্গেল নেওয়া ব্যাটসম্যান-

২৫৩- সাকিব আল হাসান (বাংলাদেশ)
২৩২- জো রুট (ইংল্যান্ড)
২২৩- ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
২১৭- রোহিত শর্মা (ভারত)
২০৯- কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)

১৯০- ভিরাট কোহলি (ভারত)

সাকিব 2
ছবিঃ ক্রিকেট৯৭

বিশ্বকাপে এখন অব্দি সবচেয়ে বেশি ডাবলস নেওয়া ব্যাটসম্যান-

৪৬- সাকিব আল হাসান (বাংলাদেশ)
৪৫- ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
৪২- জো রুট (ইংল্যান্ড)
৪১- ভিরাট কোহলি (ভারত)

৩৬- রোহিত শর্মা (ভারত)/ বাবর আজম (পাকিস্তান)
৩৫- কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

Read Next

ভারতকে বিদায় করে দিয়ে ফাইনালে নিউজিল্যান্ড

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share