চূড়ান্ত হলো বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি

মুশফিক কুশল পেরেরা
Vinkmag ad

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের পর শ্রীলঙ্কা ও বাংলাদেশ তাদের ১ম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্টে পাচ্ছে একে অপরকে। চলতি মাসেই যে এই দুই দল ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে তা নিশ্চিত ছিলো আগেই। এবার চূড়ান্ত হলো সফরসূচি।

পেরেরা মুশফিক

ইস্টার সানডে ঘটনার পর শ্রীলঙ্কায় খেলা গড়াবে কিনা সেটা নিয়ে সন্দেহের ডালপালা মেলতে শুরু করেছিল। আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বাংলাদেশ থেকে যাওয়া নিরাপত্তা পর্যবেক্ষক দল সবুজ সংকেত দেয় বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ নিয়ে। আর তাদের প্রতিবেদনে সন্তুষ্ট হয়ে শ্রীলঙ্কায় দল পাঠাতে সম্মত হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এফটিপি অনুযায়ী বছরের শেষদিকে সিরিজটি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ইস্টার সানডে ঘটনার পর শ্রীলঙ্কান বোর্ড সিরিজটি জুলাই মাসে আয়োজনের আগ্রহ প্রকাশ করে। নিরাপত্তা পর্যবেক্ষক দলের সবুজ সংকেতের পর যাতে রাজি হয়েছে বিসিবি।

এর আগে ২০১৭ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কায় গিয়েছিলো ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। ১-১ ব্যবধানে শেষ হয়েছিলো সেই সিরিজ। ১ম ম্যাচ জিতেছিল বাংলাদেশ, শেষ ম্যাচ জিতেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। বাকি ম্যাচ ভেস্তে গিয়েছিলো বৃষ্টিতে।

এখন অব্দি ওয়ানডে ফরম্যাটে ৪৫ টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যার মধ্যে ৩৬ টিতে জিতেছে শ্রীলঙ্কা, ৭ টিতে বাংলাদেশ। ২ ম্যাচে আসেনি কোন ফল। এর মধ্যে শ্রীলঙ্কার মাঠে ১৯ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে বাংলাদেশের জয় মাত্র ২ ম্যাচে। শ্রীলঙ্কা জিতেছে ১৯ লড়াইয়ের ১৫ টিতে। ২ টিতে আসেনি কোন ফল।

এবারের এই সিরিজে বাংলাদেশের হয়ে খেলবেন না সাকিব আল হাসান। বিসিবির কাছ থেকে ছুটি চেয়ে নিয়েছেন তিনি। এছাড়া নিজের বিয়ের জন্য খেলবেন না লিটন দাস। দুই দলের কেউই অবশ্য এখনো স্কোয়াড ঘোষণা করেনি।

সফরসূচিঃ

বাংলাদেশ শ্রীলঙ্কা পৌঁছাবে- ২৩ জুলাই

১ম ওয়ানডে- ২৬ জুলাই, আর. প্রেমাদাসা স্টেডিয়াম
২য় ওয়ানডে- ২৮ জুলাই, আর. প্রেমাদাসা স্টেডিয়াম
৩য় ওয়ানডে- ৩১ জুলাই, আর. প্রেমাদাসা স্টেডিয়াম

বাংলাদেশ দল শ্রীলঙ্কা ত্যাগ করবে- ১ আগস্ট।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

চিকিৎসার জন্য ফ্ল্যাট বিক্রি করবেন মোশাররফ!

Read Next

শেষ হলো স্টিভ রোডস অধ্যায়

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share