
মস্তিষ্কের টিউমারে আক্রান্ত বাংলাদেশের হয়ে পাঁচ ওয়ানডে খেলা মোশাররফ রুবেলের গত মার্চে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ব্রেইন টিউমারের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের মাধ্যমে টিউমারের পুরো অংশ অপসারণ করা সম্ভব হয়নি, আর তাই নিতে হয়েছে কেমোথেরাপি ও রেডিওথেরাপির আশ্রয়। ইতোমধ্যে তার ১ কোটি টাকা খরচ হয়েছে চিকিৎসা বাবদ। আরও ৬টি কেমোথেরাপির খরচ (৫০ লাখ) যোগার করতে নিজের ফ্ল্যাট বিক্রয় করার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটার মোশাররফ রুবেল।

বাংলাদেশের হয়ে লাল-সবুজ জার্সিতে পাঁচ ওয়ানডে খেলা বাইশ গজের যোদ্ধা মোশাররফ রুবেল আজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের নিজের অ্যাকাউন্টে একটি পোস্ট করে তিনি জানিয়েছেন,
‘বর্তমানে আমি কেমোথেরাপির সাথে লড়াই করে চলছি। চিকিৎসা বাবদ ইতোমধ্যে ১ কোটি টাকা খরচ হয়েছে। আরও ৫০ লক্ষ টাকা প্রয়োজন ৬টি কেমোথেরাপির জন্যে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার ফ্ল্যাট (১৫০০ স্কয়ার ফিট) বিক্রি করে দেওয়ার। কেউ কিনতে আগ্রহী হলে আমাকে জানান। আপনাদের দোয়াতে আমি এখনও বেঁচে আছি।’
গত ১৯ মার্চ সিঙ্গাপুরে বিখ্যাত নিউরো সার্জন এলভিন হংয়ের অধীনে মোশাররফ রুবেলের অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ৩০ মার্চ তিনি সিঙ্গাপুর থেকে দেশে ফিরে আসেন। ২২ এপ্রিল আবার তিনি সিঙ্গাপুর যান কেমোথেরাপির জন্য। এরপর অবস্থা স্বাভাবিক হলে আবার দেশে ফিরে আসেন।
এর আগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব মোশাররফ রুবেলের পাশে দাঁড়িয়েছিল। অস্ত্রোপচার সেরে দেশে ফেরা মোশাররফ রুবেলের জন্য প্রশংসনীয় এক উদ্যোগ নিয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ক্রিকেটাররা। ডিপিএলে (ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ) নিজেদের দুই ম্যাচের ‘উইনিং বোনাস’ এর টাকা মোশাররফ রুবেলের হাতে তুলে দিয়েছেন ক্রিকেটাররা।
এক সময়ে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ মোশাররফ হোসেন রুবেল বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে খেলার সুযোগ খুব বেশি না পেলেও ঘরোয়া ক্রিকেটে তিনি যথেষ্ট সফল একজন ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে তার ঝুলিতে রয়েছে ৩৯২টি উইকেট। ব্যাট হাতে দুইটি শতক ও ১৬টি অর্ধশতকে ৩৩০৫ রান রয়েছে তার সংগ্রহে।