‘ক্রিকেট.কম.এইউ’ এর বিশ্বকাপ দলে সাকিব, তবে..

আল হাসান সাকিব
Vinkmag ad

অস্ট্রেলিয়ার বিখ্যাত ক্রিকেট ওয়েবসাইট ক্রিকেট.কম.এইউ সম্প্রতি প্রকাশ করেছে এখন অব্দি তাদের চোখে সেরা বিশ্বকাপ দল। বিশ্বকাপে ব্যাটে, বলে সফল বাংলাদেশের সাকিব আল হাসান আছেন সেই দলে। তবে যেই তিন নম্বরে খেলে রানের পর রান করেছেন সাকিব সেই তিন নম্বরের জন্য তাঁকে বিবেচনা করেনি ওয়েবসাইটের জ্যুরি বোর্ড। তিন নম্বরের জন্য তাদের পছন্দ বাবর আজম, সাকিবকে তারা রেখেছে ৫ নম্বরে। 

সাকিব ৩ 1
ছবিঃ ক্রিকেট৯৭

১. রোহিত শর্মা-

ম্যাচ ৮, রান ৬৪৭, গড় ৯২.৪২, স্ট্রাইক রেট ৯৮.৭৭, সেঞ্চুরি ৫, ফিফটি ১, সর্বোচ্চ ১৪০।

২. ডেভিড ওয়ার্নার-

ম্যাচ ৯, রান ৬৩৮, গড় ৭৯.৭৫, স্ট্রাইক রেট ৮৯.৪৮, সেঞ্চুরি ৩, ফিফটি ৩, সর্বোচ্চ ১৬৬।

৩. বাবর আজম-

ম্যাচ ৮, রান ৪৭৪, গড় ৬৭.৭১, স্ট্রাইক রেট ৮৭.৭৭, সেঞ্চুরি ১, ফিফটি ৩, সর্বোচ্চ ১০১*।

৪. কেন উইলিয়ামসন (অধিনায়ক)-

ম্যাচ ৮, রান ৪৮১, গড় ৯৬.২০, স্ট্রাইক রেট ৭৭.২০, সেঞ্চুরি ২, ফিফটি ১, সর্বোচ্চ ১৪৮।

৫. সাকিব আল হাসান-

ম্যাচ ৮, রান ৬০৬, গড় ৮৬.৫৭, স্ট্রাইক রেট ৯৬.০৩, সেঞ্চুরি ২, ফিফটি ৫, সর্বোচ্চ ১২৪*; উইকেট ১১, গড় ৩৬.২৭, ইকোনমি ৫.৩৯, সেরা বোলিং ফিগার ২৯/৫।

৬. বেন স্টোকস-

ম্যাচ ৯, রান ৩৮১, গড় ৫৪.৪২, স্ট্রাইক রেট ৯৫.০১, সেঞ্চুরি ০, ফিফটি ৪, সর্বোচ্চ ৮৯; উইকেট ৭, গড় ২৯.১৪, ইকোনমি ৪.৬৫, সেরা বোলিং ফিগার ২৩/৩।

৭. অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক)-

ম্যাচ ৯, রান ৩২৯, গড় ৬৫.৮০, স্ট্রাইক রেট ১১৩.৪৪, সেঞ্চুরি ০, ফিফটি ৩, সর্বোচ্চ ৮৫; ক্যাচ ১৭, স্টাম্পিং ২।

৮. মিচেল স্টার্ক-

ম্যাচ ৯, উইকেট ২৬, গড় ১৬.৬১, ইকোনমি ৫.১৮, স্ট্রাইক রেট ১৯.২, সেরা বোলিং ফিগার ২৬/৫, ৪ উইকেট- ৪ বার।

৯. লকি ফার্গুসন-

ম্যাচ ৭, উইকেট ১৭, গড় ১৮.৫৮, ইকোনমি ৪.৯৬, স্ট্রাইক রেট ২২.৪, সেরা বোলিং ফিগার ৩৭/৪, ৪ উইকেট- ১ বার।

১০. জাসপ্রীত বুমরাহ-

ম্যাচ ৮, উইকেট ১৭, গড় ১৯.৫২, ইকোনমি ৪.৪৮, স্ট্রাইক রেট ২৬.১, সেরা বোলিং ফিগার ৫৫/৪, ৪ উইকেট- ১ বার।

১১. শাহীন শাহ আফ্রিদি-

ম্যাচ ৫, উইকেট ১৬, গড় ১৪.৬২, ইকোনমি ৪.৯৬, স্ট্রাইক রেট ১৭.৬, সেরা বোলিং ফিগার ৩৫/৬, ৪ উইকেট- ২ বার।

একনজরে ক্রিকেট.কম.এইউ এর বিশ্বকাপের দলঃ

রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বাবর আজম (পাকিস্তান), কেন উইলিয়ামসন (অধিনায়ক, নিউজিল্যান্ড), সাকিব আল হাসান (বাংলাদেশ), বেন স্টোকস (ইংল্যান্ড), অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক, অস্ট্রেলিয়া), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), লকি ফার্গুসন (নিউজিল্যান্ড), জাসপ্রীত বুমরাহ (ভারত), শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান)।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

এক কায়েস আহমেদের কাছেই হেরে গেল বাংলাদেশ ‘এ’

Read Next

চিকিৎসার জন্য ফ্ল্যাট বিক্রি করবেন মোশাররফ!

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share