খুলনায় পরাজয় চোখ রাঙাচ্ছে বাংলাদেশ ‘এ’ দলকে

A team
Vinkmag ad

খুলনায় আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে এনামুল হক বিজয়ের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংসে ২৫৩ রান সংগ্রহ করে। ৭৮.২ ওভারে ২৫৭ রান করে অলআউট হয় সফরকারীরা, লিড নেয় ৪ রানের। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে টাইগারদের আবারও ব্যাটিং বিপর্যয়, ইমরুল-বিজয়’রা অলআউট হয় ১৭৫ রানে। ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১০৩ রানে ব্যাট করছে আফগানিস্তান ‘এ’ দল। আর তাতেই খুলনায় প্রথম টেস্টে পরাজয় চোখ রাঙাচ্ছে বাংলাদেশ ‘এ’ দলকে। আফগানদের প্রয়োজন ৬৯ রান, বাংলাদেশের লাগবে ৭ উইকেট। 

D saEQGXUAAn3qz 

সফরকারী  বাংলাদেশের দেওয়া ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই সালাউদ্দিন্ন শাকিলের বলে বিজয়ের কাছে ক্যাচ তুলে ফেরেন আফগান ওপেনার উসমান গনি। এরপর দলীয় ৪৩ রানে বশির শাহকেও ফেরান সালাউদ্দিন শাকিল। সানজামুল ইসলামের বলে আউট হয়ে ফেরার আগে শহিদুল্লাহ করেন ৩৬ বলে ১৫। ৭৭ বলে ৩৪ রানে ব্যাট করছেন ওপেনার ইব্রাহিম জাদরান। ৭৫ রানে ৩ উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে যায় আফগানিস্তান ‘এ’ দল।

আজ ম্যাচের শেষ দিন। লাঞ্চের পর জয়ের জন্য আফগানিস্তানের প্রয়োজন ৯৭ রান। হাতে আছে আরও ৭টি উইকেট। বাংলাদেশি বোলাররা লাঞ্চের পর খুলনায় দারুণ কিছু করলে জয় রাঙাতে পারে টাইগাররাও।

khulna120190706185632

এর আগে রবিবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে তৃতীয়দিন শেষে বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় ইনিংসে তুলেছে ৯ উইকেটে ১৭০ রান। আজ সকালে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫ রান যোগ করতেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। আর তাতেই সহজ লক্ষ্য পায় আফগানিস্তান। এর আগে বাংলাদেশ ‘এ’ দলের করা প্রথম ইনিংসে ২৫৩ রানের জবাবে আফগানিস্তান ‘এ’ দলের প্রথম ইনিংস ২৫৭ রানে শেষ হলে ৪ রানের লিড পেয়েছিল সফরকারীরা।

৯৭ প্রতিবেদক

Read Previous

অ্যাশেজের আগেই ভিন্ন স্বাদ নিলো অস্ট্রেলিয়া

Read Next

ফক্স স্পোর্টসের সেরা একাদশে তিন বাংলাদেশি

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share