দলের ব্যর্থতার দায় নিজের ঘাড়েই নিয়েছেন মাশরাফি

মাশরাফি ১
Vinkmag ad

আজ বিকাল ৫:২০ মিনিটে দেশের মাটিতে পা রেখে শেষ হলো বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বিশ্বকাপের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিচ্ছেন অধিনায়ক। ঢাকা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্যাপ্টেন ম্যাশ বললেন, ‘অধিনায়ক হিসেবে সমালোচনা নিতেই হবে। পুরো দলের ব্যর্থতার দায়ও আমাকে নিতে হবে’।

মাশরাফি ক্রিকেট৯৭ 1
ছবিঃ ক্রিকেট৯৭

সাউথ আফ্রিকাকে হারিয়েই আশার বেলুন ফুলিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। টেবিলে এখন অবশ্য প্রোটিয়াদের সমান ৭ পয়েন্টই বাংলাদেশেরও। তবে রানরেটে পিছিয়ে টেবিলের আটে থেকে বিশ্বকাপ শেষ হল টাইগারদের। সাকিব এই বিশ্বকাপে বাংলাদেশের মুখ, দলের বড় বিজ্ঞাপন। কী দুর্দান্ত গেল টুর্নামেন্ট, অথচ তাঁর দল দেশের ফিরছে পয়েন্ট তালিকার নিচের দল হিসেবে।

অধিনায়ক হিসেবে নিজের দায় মেনে নিয়ে মাশরাফি বলেছেন,

‘সমালোচনাকে অমূলক মনে হয়নি। প্রত্যাশার দিকে দলকে যদি নিয়ে যেতে না পারি তবে অধিনায়ক হিসেবে সমালোচনা নিতেই হবে। পুরো দলের ব্যর্থতার দায়ও আমাকে নিতে হবে। আমার জায়গায় অন্য কেউ হলেও তাকেও স্বাভাবিকভাবে এটা নিতে হতো। আমি অবশ্যই পুরো দায়ভার নিচ্ছি। এটাও বলব, সমালোচনা হয়েছে, হবেই। বিশেষ করে কোনো টুর্নামেন্ট শেষে এটা হবেই। আর বিশ্বকাপের পর হওয়াটাই স্বাভাবিক। তবে এটাও বলব, কিছু জিনিস আমাদের পক্ষে থাকলে আমাদের দল আজ অন্য জায়গায় থাকতেও পারত।’

291618

বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টাইগার ক্যাপ্টেন বললেন,

‘যে প্রত্যাশা নিয়ে গিয়েছিলাম সে জায়গা থেকে অবশ্যই হতাশ। তবে কিছু ব্যাপার পক্ষে থাকলে আমরা সেমিফাইনালে যেতে পারতাম। আমার মনে হয় যে খেলার ধরন বা সবকিছু যেমন ছিল তা অনেক ইতিবাচক। কিন্তু যেহেতু দলের প্রত্যাশা ছিল অন্যরকম সে জায়গা থেকে তাই এটা হতাশার।’

এই ব্যর্থতার কারণ হিসেবে ম্যাশ বলেন,

‘ভারতের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত সেমিতে ওঠার অফিশিয়ালি সুযোগ ছিল। কিন্তু তার আগ পর্যন্ত অবশ্যই পারফরম্যান্স ওঠানামা করেছে। সাকিব-মুশফিক ছাড়া কারও ধারাবাহিকতা সমান ছিল না। এ ছাড়াও ভাগ্য সহায় হওয়ার দরকার ছিল যেটা হয়নি। একটা সপ্তাহ গিয়েছে যেখানে বৃষ্টির জন্য শুধু আমরা ক্ষতিগ্রস্তই হইনি; অন্য দলগুলোও লাভবান হয়েছে। এসব মিলিয়েই আরকি।’

৯৭ প্রতিবেদক

Read Previous

স্টোকস উঠলেন দুইয়ে, রাশিদ নামলেন পাঁচে

Read Next

‘৫’ আর ‘৮’ এর মধ্যে তফাৎ দেখছেন না মাশরাফি

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share