

গতকাল (৬ জুলাই) ভারত-শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা- অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হল। আর আজ আইসিসি প্রকাশ করেছে সবশেষ হালনাগাদ হওয়া ওয়ানডে র্যাংকিং। দল হিসেবে এক নম্বর হয়ে বিশ্বকাপ শুরু করা ইংল্যান্ড আছে একেই, অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিব ধরে রেখেছেন শীর্ষস্থান, বড় লাফ দিয়েছেন বেন স্টোকস পিছিয়েছেন রাশিদ খান।
সবশেষ দুবছর ওয়ানডে র্যাংকিংয়ে এক নম্বরেই ছিল ইংল্যান্ড, বিশ্বকাপ শুরু করে হট ফেভারিট হয়েই। তবে টুর্নামেন্টের মাঝপথে শ্রীলঙ্কার কাছে হেরে সেমিফাইনাল খেলার সমীকরণই করে ফেলে জটিল। পরের ম্যাচেই আবার অস্ট্রেলিয়ার সাথে হেরে শেষচারের আগেই বিদায় নেওয়ার শঙ্কাও জাগে তাদের, তবে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে আবশ্যকীয় দুই জয়ে সেমির টিকিট নিশ্চিত করে ইংলিশরা। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা ইংল্যান্ড সবশেষ হালনাগাদ হওয়া ওয়ানডে র্যাংকিংয়ে আছে একেই। ৯ ম্যাচে মাত্র এক হারে ১৫ পয়েন্ট পাওয়া টেবিলের শীর্ষে থাকা ভারত সমান ১২৩ পয়েন্ট নিয়ে আছে র্যাংকিং তালিকায় দুইয়ে।
দুদলের পয়েন্ট সমান হলেও ডেসিমাল পয়েন্টে ইংল্যান্ড এগিয়ে থাকায় তারাই র্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করে। অন্যদিকে তিনে থেকে বিশ্বকাপ শুরু করা দক্ষিণ আফ্রিকার দুই ধাপ নেমে পাঁচে অবস্থান করছে, সমান ১১২ পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড আছে তিন ও চার নম্বরে। সমান পয়েন্ট হলেও ভগ্নাংশে এগিয়ে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড উঠে আসে তিনে। এছাড়া ৮৯ পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে ব্যর্থ বাংলাদেশ আছে সাতেই যেখানে ৯৮ রেটিং পয়েন্ট নিয়ে ছয়ে পাকিস্তান। ৭৯ পয়েন্ট নিয়ে আটে উঠে এসেছে শ্রীলঙ্কা, ৭৭ পয়েন্ট নিয়ে নয়ে ওয়েস্ট ইন্ডিজ আর টুর্নামেন্টে কোন ম্যাচ না জেতা আফগানিস্তান আছেন দশেই।

এদিকে ব্যাটে – বলে রেকর্ডময় টুর্নামেন্ট শেষ করা বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসান অলরাউন্ডার র্যাংকিংয়ে ধরে রেখেছেন শীর্ষস্থান। ব্যাট হাতে দুই সেঞ্চুরি পাঁচ ফিফটিতে ৮ ইনিংসে ৬০৬ রান, বল হাতে ১১ উইকেট। অলরাউন্ডার র্যাংকিংয়ে তার শীর্ষস্থানে থাকা নিশ্চিতই ছিল, ৪০৬ রেটিং পয়েন্ট নিয়ে আছে একেই। অন্যদিকে তিন ধাপ পিছিয়েছেন আফগান লেগ স্পিনার রাশিদ খান। দলের সাথে বল হাতে রাশিদও ছিলেন টুর্নামেন্টে অনুজ্জ্বল, ২৮৮ রেটিং পয়েন্ট নিয়ে আছেন পাঁচ নম্বরে।
বড় লাফটা দিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। টুর্নামেন্টে ব্যাট হাতে ৯ ম্যাচে ৩৮১ রান, বল হাতে ৭ উইকেট। ফল পেলেন হাতেনাতেই, ক্যারিয়ার সেরা ৩১৬ রেটিং পয়েন্ট নিয়ে ৯ ধাপ এগিয়ে উঠে এসেছে দুইয়ে। ৩১০ পয়েন্ট নিয়ে তিনেই আছেন আরেক আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি, ২৯৯ রেটিং পয়েন্ট নিয়ে চার নম্বরে পাকিস্তানের ইমাদ ওয়াশিম।