সাকিব ও মিরাজের ক্যারিয়ার সেরা র‍্যাংকিং

সাকিব মিরাজ
Vinkmag ad

৮ ম্যাচে ৫ ফিফটি, ২ সেঞ্চুরি ও ১ টি ৪০ ছাড়ানো ইনিংসে ৬০৬ রান। বিশ্বকাপে ধারাবাহিকতার অপর নামই ছিলো যেনো সাকিব আল হাসান। ব্যাট হাতে কাটিয়েছেন নিজের ক্যারিয়ারের সেরা সময়। দারুণ এই পারফরম্যান্সের ফল পেয়েছেন সাকিব। ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে এগিয়েছেন ১০ ধাপ, পেয়েছেন নিজের সর্বোচ্চ রেটিং। বোলারদের র‍্যাংকিংয়ে আছেন ২৭ নম্বরে, অলরাউন্ডারের র‍্যাংকিংয়ে যথারীতি শীর্ষে।

2019 06 24t170407z 1537749455 rc1930a43600 rtrmadp 3 cricket worldcup bgd afg

ওয়ানডেতে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের শীর্ষ দশে নেই কোন বাংলাদেশি। ৭০৪ রেটিং পয়েন্ট নিয়ে জস বাটলারের সঙ্গে যৌথভাবে ১৯ নম্বরে মুশফিকুর রহিম। ১ ধাপ আগানো মুশফিকই ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ বাংলাদেশি।

ক্যারিয়ার সেরা ৬৯২ রেটিং পয়েন্ট নিয়ে ২২ নম্বরে আছেন সাকিব আল হাসান। এগিয়েছেন ১০ ধাপ। ৬৪৮ রেটিং পয়েন্ট নিয়ে ২৮ নম্বরে আছেন তামিম ইকবাল। র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। ৫৬৪ রেটিং পয়েন্ট পাওয়া মাহমুদউল্লাহ রিয়াদ এগিয়েছেন ৩ ধাপ, আছেন ৪৫ নম্বরে।

সৌম্য সরকার (৫৮২) আছেন ৩৮ নম্বরে। সাব্বির রহমানের (৪৭১) অবস্থান ৮১ নম্বরে। কয়েক ধাপ উপরে ওঠা লিটন দাসের (৪৬৮) অবস্থান ৮৪ নম্বরে।

ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে শীরষে যথারীতি ভিরাট কোহলি (৮৯১)। ক্যারিয়ার সেরা ৮৮৫ রেটিং পয়েন্ট নিয়ে কোহলির কাঁধে নিঃশ্বাস ফেলছেন রোহিত শর্মা। ৮২৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনে বাবর আজম।

সাইফউদ্দিন সাকিব মিরাজ
ছবিঃ ক্রিকেট৯৭

বোলারদের র‍্যাংকিংয়েও শীর্ষ দশে নেই কোন বাংলাদেশি। ৬৩০ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ১৪ নম্বরে আছেন বিশ্বকাপে ২০ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান।

অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ৭ ম্যাচে ৬ উইকেট পেলেও র‍্যাংকিংয়ে দিয়েছেন বড়সড় লাফ। ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৬২৪ রেটিং পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে আছেন তিনি। ৫৮৭ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছেন সাকিব আল হাসান।

৫০৯ রেটিং পয়েন্ট নিয়ে ৪৫ নম্বরে আছেন মাশরাফি বিন মর্তুজা। ৪৩৬ পয়েন্ট নিয়ে বেহেন্ড্রফ ও উসমান খানের সঙ্গে যৌথভাবে ৭৩ নম্বরে রুবেল হোসেন। ৪১০ রেটিং পয়েন্ট নিয়ে ৮৬ নম্বরে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষেই আছেন জাসপ্রীত বুমরাহ (৮১৪)। দুইয়ে আছেন ট্রেন্ট বোল্ট (৭৫৮), তিনে প্যাট কামিন্স (৬৯৮)।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

শেষ হলো কোর্টনি ওয়ালশ অধ্যায়

Read Next

স্টোকস উঠলেন দুইয়ে, রাশিদ নামলেন পাঁচে

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share