শেষ হলো কোর্টনি ওয়ালশ অধ্যায়

ক্যারিবীয় কিংবদন্তী কোর্টনি ওয়ালশের বাংলাদেশের বোলিং কোচ হিসাবে মেয়াদ ছিলো ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত। বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা শেষ হয়েছে সেমিফাইনালের আগেই। ৯ ম্যাচের ৩ টিতে জিতে ৮ নম্বরে থেকে বিশ্বকাপ শেষ করা বাংলাদেশ দলের ক্রিকেটাররা ফিরছেন দেশে। আর বোলিং কোচ কোর্টনি ওয়ালশ নিজ দেশে। বিসিবি আর তাঁর সাথে চুক্তি নবায়ন করছে না।

FB IMG 1560530928766

২০১৬ সালের সেপ্টেম্বরে মাশরাফি-মুস্তাফিজদের কোচ হয়ে এসেছিলেন কোর্টনি ওয়ালশ। বিশ্বকাপ শেষে শেষ হলো বাংলাদেশ ক্রিকেটে কোর্টনি ওয়ালশ অধ্যায়।

এখনো আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি বিসিবি মারফত। তবে বিসিবি যে আর চুক্তি নবায়ন করছে না তা নিশ্চিত করেছে বিসিবি সূত্র। মানসিক ভাবে প্রস্তুত ছিলেন কোর্টনি ওয়ালশও। লন্ডনে কিছুদিন কাটিয়ে ফিরবেন নিজ দেশ জ্যামাইকাতে।

কোর্টনি ওয়ালশের পাশাপাশি বিদায় বলতে হচ্ছে থিহান চন্দ্রমোহনকেও। এই ফিজিওর ওপর আস্থাশীল ছিলেন না বেশ কিছু ক্রিকেটার। তাঁর চুক্তিও আর নবায়ন করছে না বিসিবি। বিশ্বকাপের পুরোটা সময় ছোটবড় চোটে জর্জরিত ছিল বাংলাদেশ দল। চোট ব্যবস্থাপনার পুরো দায় নিয়েই তাই ফিজিওকে বিদায় নিতে হচ্ছে।

তবে নেইল ম্যাকেঞ্জির ওপর সন্তুষ্ট বিসিবি। তাঁকে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছিল বিসিবি। সেই প্রস্তাব গ্রহণ করেছেন সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান। ফিল্ডিং কোচ রায়ান কুকও টিকে যাচ্ছেন এ যাত্রায়।

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের সঙ্গে বোলিং কোচ হিসাবে যাবেন চম্পাকা রামানায়েক। শ্রীলঙ্কা সফরে দলের সঙ্গে নাও যেতে পারেন ম্যাকেঞ্জি।

৯৭ ডেস্ক

Read Previous

দেশের মানুষের স্বপ্ন পূরণে ব্যর্থ, হতাশায় সাকিব

Read Next

সাকিব ও মিরাজের ক্যারিয়ার সেরা র‍্যাংকিং

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share