

চলতি মাসের শেষদিকে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে খেলতে যাবে বাংলাদেশ দল। পর্যবেক্ষক দলের সবুজ সংকেত পেয়ে এই সফরকে ‘হ্যা’ বলে দিয়েছে বিসিবি। সেই সিরিজে খেলবেন না বাংলাদেশ ওয়ানডে দলের সহ অধিনায়ক সাকিব আল হাসান। টানা খেলার মধ্যে থাকা সাকিব বিশ্রাম চেয়ে নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে। যদিও একই সময়ে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে পারেন সাকিব!
বিসিবি সূত্র থেকে জানা গেছে টানা খেলার মধ্যে থাকা সাকিব আল হাসান ক্লান্তি দূর করতে চেয়েছেন জাতীয় দলের দায়িত্ব পালন থেকে সাময়িক ছুটি। আর দেশসেরা তারকার কথা বিবেচনা করছে বিসিবি। আইপিএলের পর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং তারপর বিশ্বকাপ। টানা খেলার ধকল থেকে মুক্ত হতে না হতেই দেশের দায়িত্ব পালনে মাঠে নেমে পড়তে চাইছেন না এখন সাকিব।
এর আগে ২০১৭ সালের সেপ্টেম্বরে ছয় মাসের ছুটি চেয়েছিলেন সাকিব আল হাসান। সেবার বিশ্রাম নেওয়া প্রসঙ্গে সাকিব বলেছিলেন, “এভাবে খেলতে থাকলে আমার যেটা মনে হয়, আমি খুব বেশীদিন খেলতে পারবোনা। এ কারণেই আমার বিশ্রামটা খুব দরকার। বিরতিটা শেষ হলে আমি আবার মানসিকভাবে নতুন উদ্যমে পরের পাঁচ বছর নিশ্চিতে খেলতে পারবো। যেটা এক দুই ম্যাচ বা এক দুই মাসের জন্য না বরং আমার পুরো ক্যারিয়ারের জন্য ভাল হবে।”
প্রসঙ্গত, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল ২০ জুলাই শ্রীলঙ্কা সফরে যাবে। ২৬, ২৯ ও ৩১ জুলাই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ’ই প্রেমাদাসা স্টেডিয়ামে আয়োজন করা হবে।
তবে ঠিক একই সময়ে মাঠে গড়াচ্ছে কানাডার ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি গ্লোবাল লিগ। সেখানে ব্রাম্পটন ওলভস দলে টেনেছে বাংলাদেশের পোস্টারবয়কে। সাকিব অংশ নিতে পারেন এই লিগে!
গতবছর প্রথমবারের মত অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টেটির এবারের আসর বসবে ২৫ জুলাই থেকে। মূলত বিশ্বকাপ ব্যস্ততায় থাকা ক্রিকেটারদের পেতেই একটু দেরী করে শুরু করা। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১১ আগস্ট। অংশ নিচ্ছে ছয়টি দল।
সাকিবের দল ব্রাম্পটন ওলভস আগের আসরে খেলেছিলো ‘ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বি টিম’ নামে, সেবার ফাইনালে ভ্যাঙ্কুবার নাইটসের কাছে হেরে রানার্সআপ হয় দলটি। গ্লোবাল এই টি-টোয়েন্টি লিগে সাকিবই দল পাওয়া প্রথম ও এখনো পর্যন্ত একমাত্র বাংলাদেশী৷ সতীর্থ হিসেবে সাকিব পাচ্ছেন নিউজিল্যান্ড অলরাউন্ডার কলিন মুনরোকে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচই হবে সাকিবদের হোম ভেন্যু ব্রাম্পটনেই।