দেশের মানুষের স্বপ্ন পূরণে ব্যর্থ, হতাশায় সাকিব

সাকিব বাংলাদেশ 1

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ, যে প্রত্যাশা নিয়ে ইংল্যান্ড গিয়েছিল টিম বাংলাদেশ তার ছিটেফোঁটাও বাস্তবে রুপান্তরিত হয়নি। বিশ্বকাপের আগে দলীয় পারফরম্যান্স, শক্তিমত্তা বিবেচনায় সেমিফাইনাল খেলার ব্যাপারে ভক্ত-সমর্থকদের মত আশাবাদী ছিলেন দলের ক্রিকেটাররাও। অথচ শেষটা হল খুবই বাজেভাবে, একাই লড়ে গেছেন সাকিব আল হাসান। আক্ষেপ ভরা কন্ঠে জানালেন শেষ চারে যেতে পারলে বিশ্বকে নতুন বার্তা দিতে পারতেন, দুঃসময়ে পাশে দাঁড়ালেন সতীর্থদেরও।

বাংলাদেশ ১ 1
ছবিঃ ক্রিকেট৯৭

বিশ্বকাপ শুরুর আগেই দেশে-বিদেশে বাংলাদেশ দলকে সেমিতে দেখেছেন অনেক সাবেক বর্তমান তারকারা। দেশ ছাড়ার আগে বাংলাদেশের পোস্টারবয় সাকিব আল হাসানও বলে গেছেন অন্তত সেমিতে খেলতে চান। মাঠের ক্রিকেটে নিজের পুরোটা উজাড় করে সাকিব স্বপ্ন বাস্তবায়নে কতটা উদগ্রীব প্রমাণ করেছেন সেটিও।

কিন্তু পুরো টুর্নামেন্টে সতীর্থরা ছিল তার ছায়া হয়েই, ব্যাট হাতে ৮ ইনিংসে ৬০৬ রান, বল হাতে ১১ উইকেট। দল সেমিতে কোয়ালিফাই করলেই সাকিব টুর্নামেন্ট সেরার পুরষ্কার জিতেন অনেকটাই নিশ্চিত । কিন্তু সাকিবের আক্ষেপ ব্যক্তিগত অর্জন ব্যর্থতায় নয়, দল হিসেবে আক্ষেপ দেশের মানুষের স্বপ্ন পূরণ করতে না পারায়, “আক্ষেপতো আছেই, আপনি যখন লক্ষ্য অর্জন করতে পারবেন না খারাপ লাগবেই। আমি ভালো করলাম এরপরও দল সেমিতে যায়নি কখনো এভাবে ভাবিনা। ওইটা আমার ভাবনায় থাকেনা, কষ্টটা এখানেই দেশের মানুষের স্বপ্ন পূরণ করতে পারিনি।”

গত কয়েক বছরের পারফরম্যান্স বলছে ধীরে ধীরে বড় দলের পথে হাঁটছে বাংলাদেশ , ঠিক যে মঞ্চে ভালো করে সেটা প্রমাণ করবে সেখানেই ব্যর্থতার ষোলকলা পূর্ণ করলো মাশরাফিরা। এ প্রসঙ্গে সাকিবের কন্ঠে হতাশার ছাপ আরও বেশি স্পষ্ট, “ট্রফি জেতাটা বিষয়না। ইংল্যান্ড কয়বার ট্রফি জিতেছে আমার জানা নেই। তবে তারা বড় দল, সেরকম একটা অবস্থান লাগবে আপনার। দেশে বিদেশে অনেক কিংবদন্তী আমাদের নিয়ে প্রশংসা করেছে বিশ্বকাপের আগে, তাদের প্রত্যাশাও বেশি ছিল আমাদের নিয়ে। অন্তত শেষ চারে গেলে তাদের প্রশংসার ভালো একটা মূল্যায়ন হত। সুযোগ ছিল আমরা নিতে পারিনি”

খুব বাজেভাবে টুর্নামেন্ট শেষ হল, ১০ দলের বিশ্বকাপে পয়েন্ট তালিকায় অবস্থান ৮ম। সাকিবের দুর্দান্ত ফর্মের সাথে সঙ্গ দিতে ব্যর্থ দলের বাকীরা, স্বাভাবিকভাবেই নিবেদন নিয়ে উঠছে প্রশ্ন। সাকিব বলছেন এমন কিছু নয়, “ আসলে কেন এমন হয়েছে জানিনা, এটা বলা মুশকিল। তবে যেটা কাছ থেকে দেখি দলের প্রতিটি খেলোয়াড়ই নিজেদের সেরাটা দিতে চায়। বাইরে থেকে আসলে অনেক কিছুই মনে হয় তবে ভেতরের ব্যাপারটা ভিন্ন।”

৯৭ ডেস্ক

Read Previous

শ্রীলঙ্কা সিরিজে খেলছেন না সাকিব!

Read Next

শেষ হলো কোর্টনি ওয়ালশ অধ্যায়

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share