

বাংলাদেশ দলের প্রাণভোমরা তিনি। তার মাধ্যমেই স্বপ্ন পূরণের উপায় খোঁজে দল। সেই সাকিব আল হাসান বেশ কিছুদিন ধরেই নিষ্প্রভ। হয়তো অতোটা খারাপও করছেন না তিনি। নামটা সাকিব আল হাসান বলেই এতো অল্পতেই কথা উঠছে। তবে এটাকে খুব বেশি পাত্তা দিচ্ছেন না টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা।
সাকিবের ফর্মহীনতা অন্যদের জন্যে নিজেদের চেনানোর সুযোগ বলে মনে করেন মাশরাফি। সাকিবের ভালো খেলা দলের জন্যে কতটা গুরুত্বপূর্ণ তা মনে করিয়ে দিয়ে মাশরাফি বলেন, ‘গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তারকারা যে ফর্মে থাকবে এটা তো দল সব সময়ই চায়। সাকিবের খারাপ খেলা মানে দলের জন্য দুঃসংবাদ। তবে সে নিজের লেভেলে খেলতে না পারলে অন্যদের অবদান রাখতে হবে।’
ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং, বোলিংয়ে অনুজ্জ্বল থাকা সাকিব আল হাসান পাশে পাচ্ছেন অধিনায়ককে। এই প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘সাকিব সব সময়ই দলে অবদান রাখে। তবে কারও পক্ষে সব সময় নিজের সেরাটা দেওয়া সম্ভব নয়। ইংল্যান্ডের বিপক্ষে সাকিব অনেক চেষ্টা করলেও ভালো খেলতে পারে নি। এটা হতেই পারে। একটা দলের সেরা খেলোয়াড় সব সময় একই ফর্মে খেলে যাবে এটা কখনোই সম্ভব নয়!’
উল্লেখ্য, সাকিব আল হাসানের খেলা সর্বশেষ পাঁচ ইনিংসে তার রান ৫৪, ১৪, ৬, ১৯ ও ১০। বল হাতে সাকিবের সর্বশেষ পাঁচ ওয়ানডে ইনিংসঃ ৪১/০(৮), ৫০/০, ৩৮/১(৯), ৪১/২(৮), ৬২/০(৮)।