খুলনায় লিড নিয়েছে আফগানিস্তান ‘এ’ দল

রাব্বি সানজামুল তানবির
Vinkmag ad

৫ উইকেটে ১৩৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল আফগানিস্তান ‘এ’ দল। ২২ রান করে অপরাজিত ছিলেন শহিদ কামাল, ৯ রান করে আফসার জাজাই। আজ তৃতীয় দিনে এসে অলআউট হবার আগে ৪ রানের লিড নিয়েছে সফরকারীরা। চার দিনের ম্যাচের আজকে চলছে ৩য় দিন।

সানজামুল কামরুল রাব্বি তানবির হায়দার

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আজ তৃতীয় দিনের শুরুতেই সাফল্যের দেখা পেয়েছিলো বাংলাদেশ ‘এ’ দল। শহিদ কামালকে এনামুল হক বিজয়ের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান কামরুল ইসলাম রাব্বি। তবে আটে নামা শরফুদ্দিন আশরাফ আফসার জাজাইয়ের সাথে জুটি বেঁধে দলকে এগিয়ে নেন। ৫৮ বলে ৩১ রান করা আশরাফকে বোল্ড করে ফেরান তানবির হায়দার। তাতে করে ভাঙে আফগানদের ৪৫ রানের ৭ম উইকেট জুটি।

এরপর আফসার জাজাইকে যোগ্য সঙ্গ দেন ৯ এ নামা কায়েস আহমেদও। ৮ম উইকেট জুটিতে (কায়েস-জাজাই) আসে ৪১ রান। ১১৫ বলে ৪ চার ও ১ ছয়ে ৪৫ রান করা আফসার জাজাইকে এলবিডব্লিউ করে সাজঘরের পথ দেখান পেসার কামরুল ইসলাম রাব্বি।

কায়েস আহমেদ অবশ্য উইকেটে অপরাজিত ছিলেন শেষ অব্দি। ৫৩ বলে ৩ চার ও ২ ছয়ে ৪৬ রান করে অপরাজিত থেকে আফগানদের লিড পাওয়া নিশ্চিত করেন তিনি। ৭৮.২ ওভারে ২৫৭ রান করে অলআউট হয় সফরকারীরা, লিড নেয় ৪ রানের।

সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও তানবির হায়দার প্রত্যেকে নেন ৩ টি করে উইকেট। বাকি থাকা উইকেট যায় সালাহউদ্দিন শাকিলের দখলে।

এর আগে প্রথম ইনিংসে ২৫৩ রান করে অলআউট হয়েছিলো বাংলাদেশ ‘এ’ দল। মোহাম্মদ নাইম ৪৯, আফিফ হোসেন ধ্রুব ৫০ ছাড়া আর কেউ সঙ্গ দিতে পারেননি সেঞ্চুরি করা এনামুল হক বিজয়কে (১২১*)। কোন রান না করে আউট হন ৩ জন। সিঙ্গেল ডিজিটে আউট হন ঐ ৩ জন সহ মোট ৮ জন!

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

‘খারাপ সময়েই বোঝা যাবে তাদের আচরণ কেমন হয়’

Read Next

শ্রীলঙ্কা সিরিজে খেলছেন না সাকিব!

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share