৪ ক্রিকেটারকে ছাড়াই দেশে ফিরছে টিম বাংলাদেশ

সাকিব বাংলাদেশ 1
Vinkmag ad

সেমিফাইনালের আশা নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে। সেমিফাইনাল রাউন্ড শুরু হওয়ার আগেই দেশের বিমান ধরবেন মাশরাফিরা। বিশ্বকাপের সেমিফাইনালে যেতে না পারার কারণেই মূলত টাইগারদের এত তড়িঘড়ি করে দেশে ফেরা হচ্ছে। তবে দলের সাথে দেশে ফিরছেন না চার ক্রিকেটার। তারা থেকে গেছেন লন্ডনে।

সাকিব
ছবিঃ ক্রিকেট৯৭

দল দেশের বিমান ধরলেও ইংল্যান্ডে থেকে গেছেন সাকিব আল হাসান। টুর্নামেন্ট শেষ। সাকিবের ভাবনায় আপাতত ক্রিকেট নয়। কটা দিন তিনি ইউরোপে পরিবার নিয়ে ঘুরবেন।

দেশে ফিরেননি আরও তিন ক্রিকেটার- লিটন কুমার দাস, সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ। এই চারজন ছাড়া বাকি সবারই আজ বিকেলে দেশে ফেরার কথা।

আজ রবিবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে মাশরাফি-মুশফিকরা।

বাংলাদেশ
ছবিঃ ক্রিকেট৯৭

এর আগে লন্ডন থেকে শনিবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিট (বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে) এমিরেটসের ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে দল। যাত্রাপথে দুবাইতে ট্রানজিট করে পরে ঢাকায় আসবেন তারা।

অনেক বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড গিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি। ৯ ম্যাচের ৮টিতে মাঠে নেমে জয় পেয়েছে তিনটিতে, সঙ্গে পরিত্যক্ত ম্যাচ মিলিয়ে পাওয়া ৭ পয়েন্টে অষ্টম স্থানে থেকে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে বাংলাদেশের।

290289

সাউথ আফ্রিকাকে হারিয়েই আশার বেলুন ফুলিয়ে বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। টেবিলে এখন অবশ্য প্রোটিয়াদের সমান ৭ পয়েন্টই বাংলাদেশেরও। তবে রানরেটে পিছিয়ে টেবিলের আটে থেকে বিশ্বকাপ শেষ হল টাইগারদের। প্রোটিয়াদের রানরেট -০.০৩, আর টাইগারদের -০.৪১!  সাকিব এই বিশ্বকাপে বাংলাদেশের মুখ, দলের বড় বিজ্ঞাপন। কী দুর্দান্ত গেল টুর্নামেন্ট, অথচ তাঁর দল দেশের ফিরছে পয়েন্ট তালিকার নিচের দল হিসেবে।

97 Desk

Read Previous

শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে শীর্ষে ভারত

Read Next

‘খারাপ সময়েই বোঝা যাবে তাদের আচরণ কেমন হয়’

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share