

বিশ্বকাপে রোহিতের ব্যাট কথা বলছে। লিডসে রোহিত গড়লেন নতুন বিশ্বরেকর্ড। রোহিতের পাশাপাশি সেঞ্চুরি করলেন লোকেশ রাহুলও। দাপটের সঙ্গে শ্রীলঙ্কাকে হারাল ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাল ভারত। বিশ্বকাপে শনিবার লিগ পর্বের শেষদিন লঙ্কানদের ৭ উইকেটে হারিয়েছে কোহলির দল।
এই জয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হটিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল ভিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। নয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কার করা ২৬৪ রানের জবাব দিতে নেমে রোহিত ও রাহুল শুরুটা দুরন্ত করেন। ওপেনিং জুটিতে ১৮৯ রান জোড়েন দুই ভারতীয় ওপেনার। বাকি কাজটা সারলেন ভিরাট কোহালি-সহ বাকিরা। ৩৯ বল বাকি থাকতে সাত উইকেটে ম্যাচ জিতে নিল ভারত।
এর আগে শনিবার টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে দলীয় ৫৫ রানে চার উইকেট পড়ে গিয়েছিল তাদের। এরপর অ্যাঞ্জেলো ম্যাথুজ ও লাহিরু থিরিমান্নের ব্যাটে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। থিরিমান্নে ব্যক্তিগত ৫৩ রান করে ফিরে গেলেও সেঞ্চুরি করেন ম্যাথুজ। সবমিলিয়ে ভারতকে ২৬৫ রানের লক্ষ্যমাত্রা দেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করে তারা।
দলের পক্ষে সর্বোচ্চ ১১৩ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। ওয়ানডেতে এটি তার তৃতীয় সেঞ্চুরি।