

অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার ডিন জোন্স এই আসরের সেরা একাদশ নির্ধারণ করেন তিনি। তার এই একাদশে জায়গা পেয়ছেন দুই বাংলাদেশি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। কিন্তু তার প্রথম স্কোয়াডে ছিল আরও দুই বাংলাদেশি। চার থেকে দুই বাদ দিয়ে পরিবর্তিত একাদশে রয়েছেন সাকিব-মুস্তাফিজ।
ইংল্যান্ড বিশ্বকাপের প্রথম রাউন্ড প্রায় শেষের দিকে। এর মধ্য থেকেই আসরের সেরা একাদশ গঠন করছেন ক্রিকেট বিশ্লেষকরা। ডিন জোন্স একাদশ ঘোষণার পর রীতিমত বিতর্কে জড়িয়ে গিয়েছেন। কারণ তার তৈরি করা একাদশে সাকিব, মুস্তাফিজ ছাড়াও আরও দুই বাংলাদেশি ক্রিকেটার মোহাম্মদ সাইফউদ্দিন ও মুশফিকুর রহিমের নাম ছিল। আর তাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সমালোচনার শিকার হোন ডিন জোন্স।
আর তাতেই সঙ্গে-সঙ্গে তিনি সাইফউদ্দিন ও মুশফিককে নিজের একাদশ থেকে কেটে দেন। এই দুই বাংলাদেশির পরিবর্তে একাদশে জায়গা দিয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া ও ইংল্যান্ডের জস বাটলারকে।
টেলিভিশন দেখে এই বিতর্কিত কাহিনীর পর টুইটারে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে ডিন জোন্স লিখেছেন,
‘স্টার স্পোর্টসের ডাগ আউটে ইরফান পাঠানের সঙ্গে অনেক আলোচনার পর আমি আমার বিশ্বকাপ একাদশে পরিবর্তন এনেছি।’
After much discussion on #SelectDugout on @StarSportsIndia with @IrfanPathan I have changed my team of the Tournament for this WC.
Sharma, Warner, Shakib, Babar, Stokes, Buttler, Pandya, Starc, Mustafizur, Bumrah, Chahal.
— Dean Jones AM (@ProfDeano) July 6, 2019
ডিন জোন্সের প্রথম একাদশঃ রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, সাকিব আল হাসান, বাবর আজম, বেন স্টোকস, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, মিচেল স্টার্ক, র্মুস্তাফিজুর রহমান, জাসপ্রিত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল।
ডিন জোন্সের পরিবর্তিত একাদশঃ রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, সাকিব আল হাসান, বাবর আজম, বেন স্টোকস, জস বাটলার, হার্দিক পান্ডিয়া, মিচেল স্টার্ক, মুস্তাফিজুর রহমান, জাসপ্রিত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল।