
জুলাই মাসের ১০ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে ডঃ কে থিম্মাপায়া স্মৃতি মাল্টি ডে অল ইন্ডিয়া ক্রিকেট টুর্নামেন্ট মাঠে গড়াবে। ব্যাঙ্গালোর ও মাইসোরের বিভিন্ন ভেন্যুতে এই টুর্নামেন্ট মাঠে গড়াবে। আয়োজক কার্নাটাকা স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন এই টুর্নামেন্টকে বলছে মিনি রঞ্জি ট্রফি, যেখানে বিদেশী দল হিসাবে খেলবে বিসিবি একাদশ।
চারটি ভিন্ন জোনে (এ, বি, সি, ডি) মোট ১৬ টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। প্রত্যেক জোন থেকে গ্রুব পর্বে থেকে শীর্ষে থাকা দল উঠবে সেমিফাইনালে। ‘এ’ জোনের চ্যাম্পিয়ন খেলবে ‘ডি’ জোনের চ্যাম্পিয়নের সাথে। ‘বি’ ও ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়নরা একে অপরের মুখোমুখি হবে সেমিতে।
অন্যান্য বার এই টুর্নামেন্টে শুধু স্থানীয় দল থাকলেও এবার থাকছে বাইরের দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দল খেলছে এই টুর্নামেন্টে, আছে ‘বি’ জোনে।
‘এ’ জোন
১. কার্নাটাকা স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) একাদশ
২. দ্যা ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল
৩. হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন
৪. কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন
‘বি’ জোন
১. কেএসসিএ সেক্রেটারি একাদশ
২. বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ
৩. বিদর্ভা ক্রিকেট অ্যাসোসিয়েশন
৪. ডঃ ডি ওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমি
‘সি’ জোন
১. কেএসসিএ কোল্টস
২. মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন
৩. টিম রাজস্থান
৪. ছত্তিসগড় স্টেট ক্রিকেট সংঘ
‘ডি’ জোন (মাইসোর)
১. কেএসসিএ প্রেসিডেন্ট একাদশ
২. ঝাড়খন্ড স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন
৩. দ্যা অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশন
৪. মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন
বিসিবি দলঃ
আবু জায়েদ চৌধুরী রাহি, নাজমুল হোসেন শান্ত, নাইম হাসান, মুমিনুল হক সৌরভ, এবাদত হোসেন চৌধুরী, রবিউল হক, জহুরুল ইসলাম, তাসকিন আহমেদ, সাদমান ইসলাম অনিক, আরিফুল হক, তাইজুল ইসলাম, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সাইফ হাসান, কাজী নুরুল হাসান সোহান ও শহিদুল ইসলাম।
বিসিবি একাদশের ম্যাচের সময়সূচি:
১. ১০- ১৩ জুলাই- বিদর্ভা ক্রিকেট অ্যাসোসিয়েশন
২. ১৬-১৯ জুলাই- ডঃ ডি ওয়াই পাতিল ক্রিকেট অ্যাকাডেমি
৩. ২২-২৫ জুলাই- কেএসসিএ সেক্রেটারি একাদশ