

ইংল্যান্ডের ওভালে আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজিত হওয়া বাংলাদেশ জয় পেতে চাইবে অজিদের বিপক্ষে।
এই ওভালেই ইংল্যান্ডের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে স্কোরবোর্ডে ৩০৫ রান তুলেছিলো বাংলাদেশ। তবে শেষের ওভারগুলোতে দ্রুত রান না আসার আক্ষেপে পুড়তে হয়েছে দলকে। এছাড়া ব্যাটসম্যানরা বাউন্ডারি থেকে রান পাবার প্রবণতায় ডট বল খেলেছেন অনেক। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবার আগে ব্যাটিং উপদেষ্টা থিলান সামারাবিরা নিশ্চয়ই ব্যাটসম্যানদের ভুলগুলো ধরিয়ে দিয়েছেন।
ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে ৩০৫ রান তোলার পরেও বোলাররা নূন্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি হেলস-রুট-মরগানদের সামনে। হেসেখেলে লক্ষ্যে পৌঁছেছে ইংল্যান্ড। যদিও এতে শঙ্কিত নন বলে জানিয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজা। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে একজন বোলার কম নিয়ে খেলার মাশুল দিতে হয়েছে বাংলাদেশকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাই ইমরুল কায়েসের জায়গায় দলে ফিরতে পারেন মেহেদি হাসান মিরাজ।
ওদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়াতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই অস্ট্রেলিয়ারও। ওভালের ব্যবহৃত উইকেটে স্পিনাররা সুবিধা পেতে পারেন। সেক্ষেত্রে ২০১৬ সালে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ উইকেট শিকারী বোলার অ্যাডাম জাম্পা দলে সুযোগ পেতে পারেন। তাকে জায়গা দিতে বাদ পড়তে হবে জন হ্যাস্টিংস বা প্যাট কামিন্সের যেকোন একজনকে।
২০১৫ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। বৃষ্টি হতে পারে আজও। আবহাওয়া পূর্বাভাস বলছে ওভালে সন্ধ্যায় বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশঃ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম(উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।