আফিফের ফিফটি, বিজয়ের সেঞ্চুরিতে লড়ছে বাংলাদেশ

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট করছে বাংলাদেশ ‘এ’ দল। আজ সকালের সেশনে আফগান বোলাররা দাপট দেখালেও এনামুল হক বিজয় ঠিকই খেলেছেন নিজের ছন্দে। ১৬৭ বলে ১৪ চার ও ১ ছয়ে করেছেন সেঞ্চুরি। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ১০৩* রানে অপরাজিত ছিলেন বিজয়। ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ২২৬*।

Daily sun Anamul Haque Bijoy double picture

ম্যাচের প্রথম দিন ব্যাটিংয়ে দৃঢ়তা দেখিয়েছে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটসম্যানরা। নাইম শেখ ফিফটির কাছে যেয়েও ছুঁতে পারলেন না। আজ আফিফ হসেন ধ্রুব এনামুলকে সঙ্গ দিয়ে তুলে নিয়েছেন অর্ধশতক। ফিফটির পর আফিফ প্যাভিলিয়নে ফেরেন। তারপর তানভির হায়দার করেন ১, ও সানজামুল রান-আউট হয় ৬ রানে।

২২৬ রান করতেই ৭ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ ‘এ’ দল। সেঞ্চুরি করা বিজয়ের সঙ্গে কোন রান না করে উইকেটে আছেন কামরুল ইসলাম রাব্বি।

বাংলাদেশ ‘এ’ দল ও আফগানিস্তান ‘এ’ দলের মধ্যে প্রথম চারদিনের ম্যাচ শুক্রবার খুলনায় শুরু হয়েছে। তবে বৃষ্টির দাপটে কেটেছে দিনের অধিকাংশ সময়। দুই দফা বৃষ্টিতে বন্ধ হয়ে প্রথম দিন খেলা হয়েছে সর্বমোট ৩৫ ওভার। আজ দ্বিতীয় দিনে

এর আগে ইনিংসের দ্বিতীয় বলেই ইমরুল কায়েস আউট হয়ে ফিরলেন কোন রান না করে। একই ওভারের শেষ বলে জাকির হাসান আউট হলে চাপে পড়ে যায় বাংলাদেশ। পঞ্চম ওভারে চারে নামা রাকিবুল হাসান আউট হন ব্যক্তিগত ৪ রানে। ৬ রানে ৩ উইকেট হারিয়ে বসা বাংলাদেশ এ দল খেলায় ফেরে নাইম-বিজয়ের ৫০ ছাড়ানো জুটিতে।

Bijoy 120190705123615

দল যখন পরম বিপর্যয়ে ঠিক তখন নাঈম শেখের সঙ্গে দলের হাল ধরেন অভিজ্ঞ এনামুল হক বিজয়। দুইজনের ১০২ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় কেটে ওঠে জুনিয়র টাইগাররা। তবে ব্যক্তিগত ৪৯ রানেই সাজ ঘরে ফিরেন ওপেনার নাঈম শেখ। এনামুল হক বিজয় ও তরুণ নাঈম শেখের দৃঢ়তায় দিনের খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশ ‘এ’ দল ৪ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করেছে।

97 Desk

Read Previous

দেশে ফিরে ভাবনায় বসবেন মাশরাফি

Read Next

সঙ্গীর অভাবে ইনিংস বড় করতে পারলেন না বিজয়

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share