

বিশ্বকাপের ঢের আগে থেকেই গুঞ্জন বিশ্বকাপ দিয়েই ক্যারিয়ারের ইতি টানবেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মূলত গত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই অনেকটা অনুমেয়ই ছিল তার বিশ্বকাপ পরবর্তী অবসর। কিন্তু গতকাল (৫ জুলাই) পাকিস্তানের বিপক্ষে চলতি বিশ্বকাপের শেষ ম্যাচ খেলার পর মাশরাফি বলছেন সিদ্ধান্ত জানাবেন দেশে ফিরে, ভাবতে চান আরেকটু।

সেমিফাইনাল স্বপ্ন আগেই শেষ হয়ে গিয়েছে, গতকাল লন্ডনে পাকিস্তানের বিপক্ষে জয় হতে পারতো ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা কারণ বিশ্বকাপের মত মঞ্চে জয় চাট্টিখানি কথা নয়। অথচ বাংলাদেশ দেখালো অসহায়ত্ব, ৩১৬ রানে লক্ষ্যে খেলতে নেমে ২২১ রানে অল আউট। ৯৪ রানে হেরে করুণ বিদায় হল মাশরাফি বাহিনীর।
৮ ম্যাচ খেলে জয় মাত্র তিনটি, বাকি ম্যাচগুলোতে হারের ধরণ ছিল কাঠগড়ায় দাঁড় করানোর মত। অধিনায়ক মাশরাফি বল হাতে ছিলেন আরও নিস্প্রভ, ৮ ম্যাচে উইকেট সাকুল্যে একটি। ফর্ম, রাজনীতির মাঠে সরব উপস্থিতি, তরুণদের সুযোগ দেওয়া সমীকরণ মিলিয়ে বিশ্বকাপই হওয়ার কথা মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ সীমানা। কিন্তু মাশরাফি নিজে কি ভাবছেন? দ্রুতই কি তবে অবসরের ঘোষণা আসছে?
না, এ জায়গায় ধোঁয়াশা রাখলেন দেশের সফল এই অধিনায়ক। এখনো ভাবনার আছে বাকি উল্লেখ করে টাইগার দলপতি বলেন, ” এখন দেশে ফিরে যাব। ক্যারিয়ার নিয়ে আবার ভাবব দেশে ফিরে।
চূড়ান্ত সিদ্ধান্ত জানাব এরপর।”
গতকাল ইংল্যান্ড ও ওয়েলস বিশ্বকাপের শেষ ম্যাচ খেলা বাংলাদেশ দুর্দান্ত সমর্থন পেয়েছে বাংলাদেশী দর্শকদের। ইংল্যান্ডের প্রতিটি ভেন্যুতেই বাংলাদেশীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বাংলাদেশ অধিনায়কও বিদায়বেলা কৃতজ্ঞতা জানাতে ভুলেননি, ” সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা। তারা সব ভেন্যুতে গিয়ে আমাদের সমর্থন দিয়েছে। এমনকি আমরা টুর্নামেন্টের বাইরে চলে যাওয়ার পরও, তাদের ধন্যবাদ প্রাপ্য। আশা করি পরের বার তাদের আরও বেশি খুশি করতে পারবো।”