সাকিব বন্দনায় টুইটার অঙ্গন মুখরিত

সাকিব আল হাসান
Vinkmag ad

বিশ্বের সেরা অলরাউন্ডার এই বিশ্বকাপের মধ্য দিয়ে যেন এক রেকর্ডের বন্যায় ভাসছেন। এই বিশ্বকাপে বলা যায়, সাকিবেই উড়ছে বাংলাদেশ। বাংলাদেশের চারদিক এখন শুধুই তাই সাকিবময়। বিশ্বকাপে যা করে দেখাচ্ছেন বাংলাদেশের সেরা ক্রিকেটার, বহুদিন তেমনটা দেখা যায়নি। সাকিব একাই যেন বাংলাদেশ ক্রিকেট। বাংলাদেশ সেমিতে জায়গা না পেলেও সাকিব জিতেছেন বিশ্বকাপ ট্রফি। সাকিব আল হাসান ২০১৯ চলমান বিশ্বকাপে ৮ ইনিংসে ২ সেঞ্চুরি, ৫ পঞ্চাশে ৬০৬ রানের রেকর্ড গড়লেন। বল হাতে সাকিবের নামের পাশে আছে ১১ উইকেট। 

এই দুর্দান্ত, দুরন্ত সাকিবের বন্দনায় ক্রিকেট বিশ্ব-

৯৭ প্রতিবেদক

Read Previous

হিট উইকেট এবং পাকিস্তান!

Read Next

সাকিবের জন্য আক্ষেপ ঝরলো মাশরাফির কন্ঠে

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share