হিট উইকেট এবং পাকিস্তান!

ইমাম উল হক
Vinkmag ad

ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত সর্বমোট ৬১ জন ব্যাটসম্যান হিট আউট হয়েছেন যার মধ্যে ৬ জনই পাকিস্তানি। তারা হচ্ছেন জাভেদ মিঁয়াদাদ, ইনজামাম উল হক, শোয়েব মালিক, মিসবাহ উল উক, মোহাম্মদ হাফিজের পর ৫ জুলাই ইমাম উল হক!

ইমাম

মিসবাহ এবং মালিক দুইবার করে হিট উইকেটের শিকার হয়েছেন। হিট উইকেট হওয়া এই ৮ ম্যাচের মধ্যে পাকিস্তান ম্যাচ জিতেছে মাত্র দুটিতে, হেরেছে বাকি পাঁচ ম্যাচেই। ৮ম ম্যাচ চলছে আজ বাংলাদেশের বিপক্ষে। ইমাম উল হক আজ কাঁটায় কাঁটায় ১০০ রান করে আউট হন।

এর আগে হিট উইকেট হওয়া কোন পাকিস্তানি ব্যাটসম্যান অর্ধশতক করতে পারেনি। মিসবাহ, মালিক, ইনজামামের প্রত্যেকের ৪১ রান করে হিট উইকেট হবার ঘটনা আছে।

উল্লেখ্য, ইমাম উল হক তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫ জুলাই বাংলদেশের বিপক্ষে হিট উইকেট হয়েছিলেন। বাংলাদেশের বিপক্ষে এর আগে মাত্র দুইজন ব্যাটসম্যান হিট উইকেট হয়েছিলেন। ২০১১ সালে ম্যালকম ওয়্যালার আউট হয়েছিলেন ১২ রানে, বোলার ছিলেন রুবেল। ২০০৬ সালে স্কটল্যান্ডের রিয়ান ওয়াটসন আউট হয়েছিলেন ০ রানে, বোলার ছিলেন মাশরাফি। সেই দুই ম্যাচেই বাংলাদেশ জয়লাভ করেছিল ৬ উইকেট হাতে রেখে।

১০০ রান স্পর্শ করে হিট উইকেট হয়েছেন এখন পর্যন্ত চারজন। তাঁরা হলেন-

ফাফ ডু প্লেসিস, ১২৬ রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ভিরাট কোহলি, ১০৭ রান করে ইংল্যান্ডের বিপক্ষে।
জনি বেয়ারস্টো, ১০৪ রান করে নিউজিল্যান্ডের বিপক্ষে
এবং ৫ জুলাই ইমাম উল হক ১০০ রানে বাংলাদেশের বিপক্ষে।

রানের খাতা খুলতে না পেরে হিট উইকেট হয়েছেন ছয়জন। তাঁরা হলেন-

স্কটল্যান্ডের র‍্যায়ান ওয়াটসন, কেনিয়ার মরিস ওদুম্বে, ওয়েস্ট ইন্ডিজের শেরউইন ক্যাম্পবেল, শ্রীলংকার রমেশ কালুভিথারানা, দক্ষিণ আফ্রিকার ডেভিড রিচার্ডসন এবং আরব আমিরাতের ফাউদ বাচ্চু।

উল্লেখ্য এখন পর্যন্ত বাংলাদেশেরও একজন ব্যাটসম্যান হিট উইকেট হয়েছেন ওয়ানডেতে। ১৯৯৭ সালে কেনিয়ার বিপক্ষে ১২ রান করে হিট আউট হন শেখ সালাহ্উদ্দিন।

৯৭ ডেস্ক

Read Previous

লর্ডসের অনার্স বোর্ডে মুস্তাফিজ, টুইটারে বন্দনা

Read Next

সাকিব বন্দনায় টুইটার অঙ্গন মুখরিত

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share