লর্ডসের অনার্স বোর্ডে মুস্তাফিজ, টুইটারে বন্দনা

মুস্তাফিজ দ্যা ফিজ

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে দুরন্ত বাংলাদেশের মুস্তাফিজুর রহমান! লর্ডসে প্রথম বাংলাদেশি হিসেবে কিংবা বিশ্বকাপে বাংলাদেশের হয়ে লর্ডসে পাঁচ উইকেট শিকার করলেন মুস্তাফিজুর রহমান। আর তাতেই লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম লিখে দিলেন ‘দ্য ফিজ’। দুরন্ত মুস্তাফিজের বন্দনায় পুরো ক্রিকেট বিশ্ব, বিশ্ব মিডিয়া, সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকারসহ অনেকে। লর্ডসে দারুণ এই অর্জনে টুইটার অঙ্গন যেন মুস্তাফিজময়!

D tzEmSX4AALuU2.jpg large

লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট ম্যাচের অসাধারণ পারফরম্যান্সকে স্বীকৃতি দিয়ে আসছিল মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এর আগে টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে বাংলাদেশের দুই খেলোয়াড় লর্ডসের অনার্স বোর্ডে জায়গা করে নেন। ২০০৯ সালে লর্ডস টেস্টে ৯৮ রান দিয়ে ৫ উইকেট নেয়ায় বাংলাদেশি পেসার শাহাদাত হোসেনের নাম অনার্স বোর্ডে স্থান করে নেয়। পরের বছর লর্ডস টেস্টে তামিম ইকবাল ১০৩ রানের দারুণ ইনিংস খেলে অনার্স বোর্ডে নাম ওঠান। এবার সেই তালিকায় জায়গা পেলেন মুস্তাফিজুর রহমান।

আজ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষেই শততম উইকেটের মাইলফলক স্পর্শ করলেন দ্য ফিজ। তার ১০০তম শিকার হারিস সোহেল। ১০০ উইকেটের মাইফলকে পৌঁছে যাওয়া বাংলাদেশের ৬ষ্ঠ বোলার মুস্তাফিজ। তবে বাংলাদেশের হয়ে দ্রুততম একশ উইকেটের মাইলফলকে পৌঁছার কীর্তি মুস্তাফিজের। এতদিন ৬৯ ম্যাচে ১০০ উইকেট নিয়ে এই রেকর্ড দখলে রেখেছিলেন আব্দুর রাজ্জাক।

এই নিয়ে বিশ্বকাপে টানা দুই ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন দ্য ফিজ।

 

৯৭ প্রতিবেদক

Read Previous

ধোনির মহানুভবতা, ব্র্যান্ডের কাছ থেকে নিচ্ছেন না টাকা

Read Next

হিট উইকেট এবং পাকিস্তান!

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share