

পারিশ্রমিক ছাড়াই গত দুই ম্যাচে ভিন্ন স্টিকার সম্বলিত ব্যাট দিয়ে ব্যাটিং করলেন মাহেন্দ্র সিং ধোনি। দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে স্পন্সরকারীদের প্রতি সম্মান জানাতেই এমন সিদ্ধান্ত ভারতের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের।
আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে মাহেন্দ্র সিং ধোনি অন্যতম একজন ধনী। খেলার পাশাপাশি বিজ্ঞাপন কিংবা বিভিন্ন খাত থেকে উপার্জন করে থাকেন তিনি। তেমনই একটা উপার্জনের উৎস ব্যাটের স্টিকার।
কিন্তু গত ইংল্যান্ড এবং বাংলাদেশের বিপক্ষে ম্যাচে তাঁকে দেখা গিয়েছে ভিন্ন ব্যাটের স্টিকারে। সচরাচর ম্যাচ প্রতি যেখানে ১০-১৫ লাখ রুপি নেন ব্যাটে কোন কোম্পানির স্টিকার লাগাবার জন্য। সেখানে গত দুই ম্যাচে বিএএস ও এসজি কোম্পানির স্টিকার সম্বলিত ব্যাট ব্যবহার করে কোনো টাকা নেননি ভারতীয় এই সাবেক অধিনায়ক। যা সমর্থকদের কাছে ধোনির সম্মান বৃদ্ধি করেছে বহুগুণে। এমনিতেও মানুষ হিসেবে বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় ধোনি।
মাহেন্দ্র সিং ধোনির ব্যক্তিগত ম্যানেজার অরুণ পান্ডে মুম্বাই মিররকে এই বিষয়ে বলেন- ‘ধোনি ভিন্ন ভিন্ন ম্যাচে ভিন্ন ভিন্ন ব্র্যান্ডের স্টিকার সম্বলিত ব্যাট নিয়ে ব্যাটিং করেছেন। কিন্তু এর জন্য ব্র্যান্ডের কাছ থেকে কোনরকম টাকা নিচ্ছেন না তিনি। তাঁর ক্রিকেট ক্যারিয়ারের বিভিন্ন ধাপে ব্র্যান্ডগুলো তাঁকে সাহায্য করেছে। ব্র্যান্ডগুলোকে সম্মান জানাতেই এমনটি করছেন তিনি।’
তিনি আরো যোগ করেন- ‘ধোনির হৃদয় অনেক বড়। তাঁর অনেক টাকা আছে, এখন তাঁর এমন কাজে টাকা দরকার নেই। তিনি এসব ব্যাট ব্যবহার করছেন শুভেচ্ছার নিদর্শন হিসাবে। বিএএস তাঁর ক্যারিয়ারের শুরু থেকে ছিলো। এসজিও তাঁর জন্য বেশ উপকারী ছিলো।’
পাশাপাশি এবারের বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন ধোনি। ব্যাট হাতে ইতিমধ্যেই ৭ ম্যাচে রান করেছে ২২৩। যা কিনা দলীয় ব্যাটসম্যানদের মধ্যে ৪র্থ সর্বোচ্চ। অপরদিকে উইকেটের পিছনে দাঁড়িয়েও এনে দিয়েছেন ৫ টি ডিসমিসাল। তবে পারফর্ম করার পাশাপাশি দিকনির্দেশনা দেওয়াটাই হয়তো তাঁর বেশি প্রিয়।
এছাড়াও ক্রিকেটার হিসেবে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে তাঁর চটকদার সিদ্ধান্তে দর্শকেরা অভিভূত হয়েছেন বহুবার। যেমন ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে অনভিজ্ঞ জাগিন্দর শার্মাকে বোলিংয়ে আনা কিংবা ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলংকার বিপক্ষে যুবরাজ সিংয়ের আগে নিজের ব্যাটিংয়ে নেমে যাওয়া। এমনসব চমকপ্রদ সিদ্ধান্তের জন্যেও সমর্থকদের কাছে বেশ জনপ্রিয় ধোনি।