চলতি মাসেই বাংলাদেশের শ্রীলঙ্কা সফর

বাংলাদেশ শ্রীলঙ্কা মুশফিক পেরেরা
Vinkmag ad

ইস্টার সানডে ঘটনার পর শ্রীলঙ্কায় খেলা গড়াবে কিনা সেটা নিয়ে সন্দেহের ডালপালা মেলতে শুরু করেছিল। আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। বাংলাদেশ থেকে যাওয়া নিরাপত্তা পর্যবেক্ষক দল সবুজ সংকেত দিয়েছে। আর তাদের প্রতিবেদনে সন্তুষ্ট হয়ে শ্রীলঙ্কায় দল পাঠাতে সম্মত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির উর্ধ্বতন এক কর্মকর্তা শ্রীলঙ্কা সফর হচ্ছে এমন তথ্য নিশ্চিত করেছেন। বিশ্বকাপ মিশন শেষে চলতি মাসের ২০তারিখে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওয়ানা হবেন টাইগাররা।

dc Cover sc8elmdpq09rj8vfan2g4gcol4 20180311133348.Medi
ফাইল ছবি (সংগ্রহীত)

তিনি এক অনলাইন ক্রিকেট পোর্টালকে (বিডিক্রিকটাইম) জানিয়েছেন, ‘তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ দল ২০ জুলাই শ্রীলঙ্কা সফরে যাবে। ২৬, ২৯ ও ৩১ জুলাই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ’ই প্রেমাদাসা স্টেডিয়ামে আয়োজন করা হবে।’

এফটিপি অনুযায়ী বছরের শেষদিকে সিরিজটি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ইস্টার সানডে ঘটনার পর শ্রীলঙ্কান বোর্ড সিরিজটি জুলাই মাসে আয়োজনের আগ্রহ প্রকাশ করে। নিরাপত্তা পর্যবেক্ষক দলের সবুজ সংকেতের পর যাতে রাজি হয়েছে বিসিবি। খুব শীঘ্রই এই সফর সম্পর্কে বিস্তারিত ও আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

লঙ্কান ক্রিকেট বোর্ডের আগ্রহের পর সেদেশে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠিয়েছিল বিসিবি। ২৯ জুন দেশে ফেরে সেই পর্যবেক্ষক দল। পর্যবেক্ষক দলের দেওয়া প্রতিবেদন আমলে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি।

এর আগে ২০১৭ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন দল শ্রীলঙ্কায় গিয়েছিলো ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। ১-১ ব্যবধানে শেষ হয়েছিলো সেই সিরিজ। ১ম ম্যাচ জিতেছিল বাংলাদেশ, শেষ ম্যাচ জিতেছিল স্বাগতিক শ্রীলঙ্কা। বাকি ম্যাচ ভেস্তে গিয়েছিলো বৃষ্টিতে।

এখন অব্দি ওয়ানডে ফরম্যাটে ৪৫ টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। যার মধ্যে ৩৬ টিতে জিতেছে শ্রীলঙ্কা, ৭ টিতে বাংলাদেশ। ২ ম্যাচে আসেনি কোন ফল। এর মধ্যে শ্রীলঙ্কার মাঠে ১৯ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে বাংলাদেশের জয় মাত্র ২ ম্যাচে। শ্রীলঙ্কা জিতেছে ১৯ লড়াইয়ের ১৫ টিতে। ২ টিতে আসেনি কোন ফল।

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

আজ লর্ডসে মাশরাফির খেলা অনিশ্চিত

Read Next

আফ্রিদির বোলিংয়ের সামনে বাংলাদেশের অসহায় আত্মসমর্পন

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share