

অনুশীলনে চোট পাওয়ায় বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে খেলছেন না মুশফিকুর রহিম। অনিশ্চিত অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। আজ লর্ডসে মাশরাফি বিন মর্তুজার পরিবর্তে সাকিব আল হাসানকে টস করতে নামতে হতে পারে!
আজ লর্ডসে পাকিস্তানের বিপক্ষে যদি মুশফিক না নামতে পারে; তাহলে চোটই একমাত্র কারণ। বিশ্রামে থাকার কথা রয়েছে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। এর পিছনেও ইনজুরিই অন্যতম কারণ। তবে পরিস্থিতির সবটাই নির্ভর করছে মাশরাফির ওপর।
গতকাল অনুশীলনই করেননি তিনি। আসেননি ম্যাচ পুর্ববর্তী সংবাদসম্মেলনেও। অধিনায়ক মাশরাফি আজকের ম্যাচ না খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন দলকে। যদি মাশরাফি পাকিস্তানের বিপক্ষে না খেলেন, সে ক্ষেত্রে সহ-অধিনায়ক সাকিব আল হাসান আজ টস করবেন।
অনুশীলনের সময়ের কনুইতে আঘাত পেয়েছেন মুশফিক। জানা যায়, চোট গুরুতর না হলেও, প্রচণ্ড ব্যথা অনুভব করছে মুশফিক। তাই আজ খেলার সম্ভাবনা কম। তার পরিবর্তে দলে জায়গা হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।
পাকিস্তানের বিপক্ষে মাশরাফি খেলতে না পারলে তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হতে পারেন মেহেদী হাসান মিরাজ।
চলতি বিশ্বকাপ থেকে ইতোমধ্যেই বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেছে। এটাই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শেষ বিশ্বকাপ। কিন্তু ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা যে তিনি রাঙাতে পারেননি, এটা সত্যি।
আজ লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচটাই মাশরাফির ক্যারিয়ারে যতি চিহ্ন এঁকে দিতে পারে! যদিও এখন পর্যন্ত তা সম্ভাবনার অঙ্কেই বিরাজ করছে।
শেষটা রাঙানোর লক্ষ্য নিয়ে শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লর্ডসে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় নিজেদের শেষ ম্যাচটি খেলতে নামবে টাইগাররা।