

বিশ্বকাপ শেষ হওয়ার আগেই দেশের মাটিতে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে টেস্ট ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ ‘এ’ দল। টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান ‘এ’ দল। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়ে বাংলাদেশ ‘এ’ দল। নাইম শেখ ৪৯ রানে আউট হলেও, ফিফটি করে উইকেটে আছেন এনামুল হক বিজয়। বিজয়কে সঙ্গ দিয়ে লড়ছেন আফিফ হোসেন। বাংলাদেশের রান ৩৫ ওভারে ১১৯/৪।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৯ রান। এনামুল হক বিজয় ৮৬ বলে ৮ চার ও ১ ছয়ে ৫৩* রানে ও আফিফ হোসেন ধ্রুব ৭* রানে ব্যাট করছেন।
এর আগে ইনিংসের দ্বিতীয় বলেই ইমরুল কায়েস আউট হয়ে ফিরলেন কোন রান না করে। একই ওভারের শেষ বলে জাকির হাসান আউট হলে চাপে পড়ে যায় বাংলাদেশ। পঞ্চম ওভারে চারে নামা রাকিবুল হাসান আউট হন ব্যক্তিগত ৪ রানে। ৬ রানে ৩ উইকেট হারিয়ে বসা বাংলাদেশ এ দল খেলায় ফেরে নাইম-বিজয়ের ৫০ ছাড়ানো জুটিতে। আফগানদের হয়ে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলা ইয়ামিন আহমেদজাই নিয়েছেন ৩ টি উইকেট।
৩ উইকেটে ৭২ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় মোহাম্মদ নাইমো এনামুল হক বিজয়। বিরতির পর বৃষ্টি শুরু হবার আগ অব্দি ব্যাট করে দলকে ৯৯ পর্যন্ত নিয়ে গেছেন এই দুজন। খেলা হয়েছে ২৯ ওভার।
দল যখন পরম বিপর্যয়ে ঠিক তখন নাঈম শেখের সঙ্গে দলের হাল ধরেন অভিজ্ঞ এনামুল হক বিজয়। দুইজনের ১০২ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় কেটে ওঠে জুনিয়র টাইগাররা। তবে ব্যক্তিগত ৪৯ রানেই সাজ ঘরে ফিরেন ওপেনার নাঈম শেখ।
এনামুল হক বিজয়, জাতীয় দল থেকে নির্বাসিত ইমরুল কায়েস, স্পিনার সানজামুল ইসলাম, পেসার কামরুল ইসলাম রাব্বিরা পাচ্ছেন নিজেদের আরেকবার প্রমাণের সুযোগ। জাতীয় পর্যায়ে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন খেলার টানে বিদেশ ফেরত পেসার সালাউদ্দিন শাকিলও।

‘এ’ দলের স্কোয়াড হলেও বেশিরভাগ খেলোয়াড়েরই নেই জাতীয় দলের জার্সি পরার অভিজ্ঞতা। ফলে ‘এ’ দলের জার্সিতে খেলার সুযোগ পাওয়া অনেকের জন্যই এটি হবে নিজেদের প্রস্তুতের মঞ্চ। তরুণ উইকেট কিপার জাকের আলী অনিক, জাকির হাসানদের সাথে জায়গা পেয়েছেন নিজেকে ইতোমধ্যে প্রমাণ করা অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবও।
বাংলাদেশ ‘এ’ একাদশঃ
ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, রকিবুল হাসান , তানভীর হায়দার চৌধুরী, সালাউদ্দিন শাকিল, কামরুল ইসলাম রাব্বি, সানজামুল ইসলাম, সুমন খান।