

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে, বিশ্বকাপেরে এক আসরে সবচেয়ে বেশি ম্যাচ হারার রেকর্ড গড়েছে আফগানিস্তান। অধিকাংশ ম্যাচে জয়ের আশা জাগিয়েও সবকটি ম্যাচ হেরেছে তারা। আফগানিস্তান বিশ্বকাপ শেষ করল শূন্য হাতে। আজ ৩১২ রানে লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২৩ রানে হেরেছে তারা।
বৃহস্পতিবার নিয়মরক্ষার ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩ রানে হেরে এবারের বিশ্বকাপ যাত্রা শেষ হলো আফগানিস্তানের। ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ৩১২ রানের জবাবে ২৮৮ রানে অলআউট হয়েছে আফগানিস্তান।
হেডিংলিতে টস জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। খেলতে নেমে মাত্র ৭ রান করে ফেরেন ক্রিস গেইল। দ্বিতীয় উইকেটে ৮৮ রানের জুটি গড়েন শেই হোপ ও এভিন লুইস। আসরে নিজের প্রথম ফিফটিতে এভিন লুইস করেন ৫৮ রান। শাই হোপ ফেরেন ৭৭ রান করে। শিমরন হেটমায়ারের ৩৯, নিকোলাস পুরানের ৫৮ আর জেসন হোল্ডারের ঝড়ো ৪৫ রানে, ৬ উইকেটে ৩১১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
এক বিশ্বকাপে সবচেয়ে বেশি হারের রেকর্ড এতদিন ছিল জিম্বাবুয়ের। ১৯৯২ সালের বিশ্বকাপে ৮ ম্যাচ খেলে প্রথম ৭টিতেই হেরেছিল তারা। নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৯ রানের জয় নিয়ে লজ্জার বিশ্বকাপ মিশন শেষ করে জিম্বাবুইয়ানরা। এবার ৯ ম্যাচ হেরে সেই রেকড পাকাপোক্ত করল আফগানরা।
বিশ্বকাপে আর কোনো আসরে ওয়েস্ট ইন্ডিজ দলের হয়ে ব্যাট হাতে দেখা যাবে না ক্রিস গেইলকে। বিশ্ব মঞ্চের বিদায়ী ম্যাচটাও রাঙালেন জয় দিয়ে।