অনুশীলনে কনুইয়ে চোট পেয়েছেন মুশফিক

mushfiq
Vinkmag ad

আগামীকাল শুক্রবার লর্ডসে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। শেষ চারে না থাকাই এই ম্যাচই ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের শেষ ম্যাচ। ম্যাচের আগের দিন আজ লর্ডসে অনুশীলনের সময় নেট বোলারের বলে হাতে আঘাত পেয়ে মাঠের বাইরে চলে আসেন মুশফিকুর রহিম। তবে চোট কতটা গুরুতর তা এখন জানা যায়নি। বিশ্বকাপে এখন পর্যন্ত সাত ম্যাচে এক সেঞ্চুরি আর দুই হাফ সেঞ্চুরিতে ৩৫১ রান করেছেন মুশফিক। চোট কতটা গুরুতর কিংবা কালকের ম্যাচ নিয়ে কোনো শঙ্কা সৃষ্টি হয়েছে কি না— এখনো কিছু জানা যায়নি।

8L6A2987

আগামীকাল শুক্রবার লর্ডসে পাকিস্তান বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের কাছে শুধু আনুষ্ঠানিকতা ও মর্যাদার। এমন ম্যাচের আগেও বাংলাদেশ দল পেল দুঃসংবাদ। আজ নেটে ব্যাট করার একপর্যায়ে কনুইয়ে বল লাগে। প্রাথমিকভাবে চিকিৎসার পর তাঁকে ড্রেসিংরুমে নেওয়া হয়েছে।

এর আগে সাউদাম্পটনের রোজ বোলে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং করতে নেমে কাফ মাসলে চোট পান মাহমুদউল্লাহ রিয়াদ। এই চোট তাকে খেলতে দেয়নি ভারত ম্যাচে। ওই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় ঘন্টা বেজে গেছে বাংলাদেশের। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে একাদশে ফিরতে পারেন তিনি। কিন্তু এর মধ্যেই পাকিস্তান ম্যাচের আগের দিন হঠাৎ ইনজুরিতে পড়লেন মুশফিকুর রহিম।

D9hdi73X4AABm0o

বিশ্বকাপে এর আগেও অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছিলেন মুশফিক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে নেটে ব্যাটিং করার সময় ডান হাতের কব্জিতে বল লেগেছিল তার। তবে দ্রুত সুস্থ হয়ে ম্যাচের আগে ফিট হয়ে যান, খেলেছিলেন ম্যাচটিও।

আগামিকাল লর্ডসে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ক্যাপ্টেন মাশরাফির জন্য বিশ্বকাপের শেষ ম্যাচটি জিততে মরিয়া হয়ে আছে টারগাররাও!

৯৭ প্রতিবেদক

Read Previous

ইমরুল-বিজয়’রা মাঠে নামছেন আফগানদের বিপক্ষে

Read Next

লর্ডস নাকি মিরপুর? প্রশ্নবোধক চিহ্নের উত্তর জানেন শুধুই মাশরাফি

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share