ইমরুল-বিজয়’রা মাঠে নামছেন আফগানদের বিপক্ষে

Vinkmag ad

বিশ্বকাপ শেষ হওয়ার আগেই দেশের মাটিতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। বাংলাদেশ দলে আছেন ইমরুল কায়েস। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে সিরিজের জন্য ১৪ সদস্যের দলে ইমরুলের সঙ্গে আছেন এনামুল হক, নাঈম হোসেনের মতো জাতীয় দলের খেলোয়াড়েরা। আগামী ৫ জুলাই প্রথম টেস্ট ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এই সিরিজ। ম্যাচটি অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে।

281420

দ্বিপাক্ষিক সিরিজে দুটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে এই দুই দল।

৫ জুলাই খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল। ১২ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটির ভেন্যু চট্টগ্রাম। ১৯ জুলাই, ২১ জুলাই ও ২৪ জুলাই জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বাকি দুটি ম্যাচ ২৭ জুলাই ও ২৯ জুলাই সাভারের বিকেএসপিতে।

সবশেষ ঘরোয়া লিগে ভালো খেলার পুরষ্কার পেলেন এনামুল হক বিজয়, জাতীয় দল থেকে নির্বাসিত ইমরুল কায়েস, স্পিনার সানজামুল ইসলাম, পেসার কামরুল ইসলাম রাব্বিরা পাচ্ছেন নিজেদের আরেকবার প্রমাণের সুযোগ। জাতীয় পর্যায়ে নিজেকে মেলে ধরার সুযোগ পাচ্ছেন খেলার টানে বিদেশ ফেরত পেসার সালাউদ্দিন শাকিলও।

180733

‘এ’ দলের স্কোয়াড হলেও বেশিরভাগ খেলোয়াড়েরই নেই জাতীয় দলের জার্সি পরার অভিজ্ঞতা। ফলে ‘এ’ দলের জার্সিতে খেলার সুযোগ পাওয়া অনেকের জন্যই এটি হবে নিজেদের প্রস্তুতের মঞ্চ। তরুণ উইকেট কিপার জাকের আলী অনিক, জাকির হাসানদের সাথে জায়গা পেয়েছেন নিজেকে ইতোমধ্যে প্রমাণ করা অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবও। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমনকে টিম ম্যানেজার করে ঘোষণা করা হয়েছে সিরিজের টিম ম্যানেজম্যান্টের তালিকাও।

১৪ সদস্যের বাংলাদেশ স্কোয়াডঃ
ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, নাঈম শেখ, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, রকিবুল হাসান , তানভীর হায়দার চৌধুরী, জাকের আলী অনিক, সালাউদ্দিন শাকিল, কামরুল ইসলাম রাব্বি, ইরফান হোসেন, সানজামুল ইসলাম, সুমন খান, তানভিরুল ইসলাম।

৯৭ প্রতিবেদক

Read Previous

এমন পারফরম্যান্সের পরেও হতাশ সাকিব

Read Next

অনুশীলনে কনুইয়ে চোট পেয়েছেন মুশফিক

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share