‘আপনার ‘শব্দগত ডায়রিয়া’ অনেক শুনেছি’

65727454 350158769215930 4022207692696190976 n
Vinkmag ad

চলতি বিশ্বকাপে ভারতের স্কোয়াডে জায়গা পেলেও এখনো মাঠে নামার সুযোগ হয়নি ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। আর তাকে দলে সুযোগ দেওয়ার পক্ষেই নন ভারতীয় সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার। দিয়েছেন যুক্তিও, আর তারই প্রেক্ষিতে এবার সঞ্জয়কে খোঁচা দিয়ে টুইট করলেন জাদেজা।

জাদেজাকে একাদশে রাখার মত খেলোয়াড় মনে করেননা বলে সম্প্রতি টুইটারে এক পোস্টে ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার লিখেন,” জাদেজার মত ছোটখাটো ক্রিকেটারদের ভক্ত আমি নই। সে টেস্টের জন্য নিখাদ বোলার তবে ৫০ ওভারের ম্যাচের জন্য নয়। আমি তার জায়গায় একজন ব্যাটসম্যান কিংবা একজন বোলার বেশি খেলানোর পক্ষেই।” পুরো বিশ্বকাপে ড্রেসিংরুমে কাটালেও বাংলাদেশের বিপক্ষে ম্যাচে জাদেজার খেলা নিয়ে ওঠা গুঞ্জনের পরই সঞ্জয়ের এমন পোস্ট, পরে অবশ্য একাদশে জায়গা মেলেনি জাদেজার।

123154 rxixxgotoe 1562161586

ভারতের জার্সিতে ১৫১ ওয়ানডে খেলা জাদেজা সঞ্জয়কে জবাব দিতে নেননি সময়৷ হাতিয়ার ওই টুইটারই, সঞ্জয়কে উদ্দেশ্য করে লিখেন,” আপনার অনেক কথা শুনেছি, এবার মুখ বন্ধ করুন। আমি আপনার চেয়ে দ্বিগুণ ম্যাচ খেলেছি এবং এখনো খেলছি। যারা কিছু অর্জন করেছে তাদের সম্মান করতে শিখুন। আপনার ভারবাল ডায়রিয়া অনেক শুনেছি।”

পরিসংখ্যান অবশ্য জাদেজার পক্ষে কথা বলবে, ১৫১ ওয়ানডেতে রান করেছেন ২০৩৫ উইকেট নিয়েছে৷ ১৭৪ টি। অন্যদিকে ভারতের জার্সিতে সঞ্জয়ের রান ৭৪ ম্যাচে ১৯৯৪, উইকেট একটি।

পরিসংখ্যান বলছে জাদেজা ছুঁড়ে ফেলার মত ক্রিকেটার নয়। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার পুরো টুর্নামেন্টে সাইডবেঞ্চে কাটিয়ে দিলেও বাংলাদেশ ম্যাচের আগে জোর গুঞ্জন ফিরছেন জাদেজা, অবশ্য এমন কিছু না ঘটলেও জাদেজা ঠিকই সময় কাটাচ্ছেন ফুরফুরে মেজাজে। দলের দ্বাদশ খেলোয়াড় হিসেবে ফিল্ডিংয়েও অসাধারণ চেষ্টা ছিল এই অলরাউন্ডারের।

এদিকে বাংলাদেশ ম্যাচের পর ধোনির ধীরগতির ব্যাটিং, লোকেশ রাহুলের অস্বস্তিভরা ইনিংস ও ডেথ ওভারে মোহাম্মদ শামিকে নিয়ে বেশ কাটাছেঁড়া করেন সঞ্জয়। তার মতে সেমিফাইনালের আগে এই তিন জায়গায় মনযোগী হতে হবে ভারতকে। শুধু ক্রিকেটার নয়, ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ধারাভাষ্য কক্ষে সরাসরি ভারতের পক্ষ নেওয়ায় আইসিসিকে চিঠিও দেয় এক অস্ট্রেলিয়ান ভক্ত।

৯৭ ডেস্ক

Read Previous

সেমিতে ইংল্যান্ড, পাকিস্তান পড়লো ‘অসম্ভব’ সমীকরণে

Read Next

এমন পারফরম্যান্সের পরেও হতাশ সাকিব

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share