

গোটা ক্রিকেট বিশ্ব আজ তাকিয়ে আছে এজবাস্টনের ভারত-পাকিস্তান লড়াইয়ের দিকে। তবে এজবাস্টনের আকাশ ইতোমধ্যেই দুই দফা ছলনা করেছে ক্রিকেটপ্রেমীদের সাথে।
এজবাস্টনে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান দলপতি সরফরাজ আহমেদ। পাকিস্তান দলের একাদশে ফাহিম আশরাফকে টপকে সুযোগ পান শাদাব খান। ভারতের হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ বল করা মোহাম্মদ শামি একাদশে প্রবেশ করতে পারেননি। রবিচন্দন অশ্বিনও থাকেন একাদশের বাইরে।
আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান দারুণ এক শুরু এনে দেন ভারতকে। দুইজন মিলে ৯.৫ ওভারে যখন ৪৬ রান তুলে ফেলেন তখনই বৃষ্টি নামে। কিছুক্ষণ বন্ধ থাকার পর পুনরায় খেলা শুরু হলে পাকিস্তানি বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন এই দুই ব্যাটসম্যান। দুইজন মিলে ২৪ ওভার ৩ বল খেলে করেন ১৩৬ রান। ৬৫ বলে ছয়টি চার ও একটি ছয়ে ৬৮ রান করে শাদাব খানের বলে আজহার আলীকে ক্যাচ দিয়ে বিদায় নেন ধাওয়ান। দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক ভিরাট কোহলিকে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রোহিত শর্মা। তবে ম্যাচের দৈর্ঘ্য যখন ৩৩.১ ওভার তখন আরো একবার বৃষ্টি নামে।
বৃষ্টি শেষে খেলা শুরু হলেও ম্যাচের নির্ধারিত দৈর্ঘ্য কমে হয় ৪৮ ওভার। দ্বিতীয় দফা বৃষ্টির পর খেলা শুরু হবার কিছুক্ষণ পরেই ব্যক্তিগত ৯১ রানে রানআউট হয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। এটিই তার পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। রোহিত শর্মার বিদায়ের পরে ক্রিজে আসা যুবরাজ সিং ভারতের ইনিংসের পালে হাওয়া লাগান। ৩২ বলে আটটি চার ও একটি ছয়ে ৫৩ রান করে আউট হন তিনি। ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি ৬৮ বলে ছয়টি চার ও তিনটি ছয়ে ৮১ রান করে অপরাজিত থাকেন। শেষদিকে নামা হার্দিক পান্ডিয়া ৬ বলে তিনটি ছয়ে ২০ রান করে অপরাজিত থাকেন। নির্ধারিত ৪৮ ওভারে ভারত ৩ উইকেট হারিয়ে থামে ৩১৯ রানে। ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয়েছে দুই পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও ওয়াহাব রিয়াজ।