সেমিতে ইংল্যান্ড, পাকিস্তান পড়লো ‘অসম্ভব’ সমীকরণে

England
Vinkmag ad

৩০৬ রান তাড়া করতে নেমে ১৮৬-তে থামল নিউজিল্যান্ডের ইনিংস৷ তবে এদিন ম্যাচ হেরেও সেমিফাইনালে ওঠার আশা এখনই শেষ হয়ে যাচ্ছে না নিউজিল্যান্ডের৷ কারণ পাকিস্তানের নেট রান রেটের এখন যা অবস্থা ৷ তাতে শুক্রবার বাংলাদেশকে অনেক বড় ব্যবধানে হারালে তবেই শেষ চারের টিকিট নিশ্চিত করবেন সরফরাজরা ৷ এদিন নিউজিল্যান্ডের হারে তাই অস্বস্তি আরও বাড়ল পাক শিবিরে ৷

291678

নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড। এর আগে অস্ট্রেলিয়া ও ভারত সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান আগে ব্যাট করলে তাঁদের অন্তত ৩১৬ রানের ব্যবধানে জিততে হবে।

আজ বুধবার ইংল্যান্ডের চেস্টার-লি-স্ট্রিটে প্রথমে ব্যাট করে জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩০৫ রান করে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১০৬ রান করেন জনি বেয়ারস্টো। এ ছাড়া ৬০ রান করেন জেসন রয়।

291692

টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় নিউজিল্যান্ড। ১৬.৪ ওভারে ৬৯ রানে হেনরি নিকোলস, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, ও রস টেইলরের মতো তারকা চার ব্যাটসম্যানের উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে কিউইরা। পঞ্চম উইকেটে জেমস নিশামকে সঙ্গে নিয়ে ৫৪ রানের জুটি গড়েন টম লাথাম।

সপ্তম ব্যাটসম্যান হিসেবে টম লাথামের বিদায়ের পর আসা-যাওয়ার মধ্যেই ছিলেন মিসেল স্যান্টনার, ম্যাট হেনরি ও ট্রেন্ট বোল্টরা। শেষ পর্যন্ত ৪৫ ভারে ১৮৬ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। ১১৯ রানের বড় ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।

97 Desk

Read Previous

বাংলাদেশ ক্রিকেটের ভূয়সী প্রশংসায় শচীন টেন্ডুলকার

Read Next

‘আপনার ‘শব্দগত ডায়রিয়া’ অনেক শুনেছি’

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share