

আরও একটি বিশ্বকাপ প্রায় শেষ করে ফেলেছে বাংলাদেশ। আর একটি আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ বাকী। গতকাল ভারতের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে ২৮ রানে হেরে বিশ্বকাপের সেমিফাইনাল স্বপ্ন শেষ হয়েছে। তবে টুর্নামেন্ট জুড়েই দুর্দান্ত পারফরম্যান্সের কারণে নতুন এক বাংলাদেশকে চিনেছে ক্রিকেটবিশ্ব। তাই শচীন টেন্ডুলকারও প্রশংসা করতে ছাড়েননি।
ভারতের ক্রিকেট কিংবদন্তি এক সাক্ষাতকারে বলেছেন,
‘এই টুর্নামেন্টে বাংলাদেশ অনেক ভালো খেলেছে। এটা শুধুমাত্র একটা ভালো পারফরম্যান্স নয়, তারা এখন ধারাবাহিকভাবেই ভালো খেলছে। আর তা অবশ্যই স্বীকার করতে হবে এবং তার ক্রেডিট দিতে হবে। এমনকি ভারতের বিপক্ষে তারা যেভাবে খেলছিল, তাতে জুটিগুলো আরো একটু ভালো করলেই তারা জয়ের বন্দরে পৌঁছতে পারত।’
বাংলাদেশ যে এগিয়ে গেছে এবং আরও এগিয়ে যাবে তা স্বীকার করে উচ্ছসিত ক্রিকেট ঈশ্বর বলেন,
‘বাংলাদেশকে এখন ক্রিকেটের ব্র্যান্ড বলা যায়। আর বাংলাদেশের যতগুলো খেলা আমি দেখেছি, তার সবগুলোর মধ্যে এটাই ছিল সবথেকে ভালো।’
বিশ্বকাপ সেমিফাইনালের সম্ভাবনা তো শেষ। তবে বাকি আছে আরো একটি ম্যাচ। প্রতিপক্ষ পাকিস্তান। লর্ডসে ওই ম্যাচে দারুণ কিছু করেই দেশে ফেরার ইচ্ছা বাংলাদেশের।