বিপিএল খেলতে আসছেন ইমরান তাহির

ইমরান তাহির
Vinkmag ad

আসন্ন বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) বসবে তারার মেলা। টুর্নামেন্ট মাঠে গড়ানোর কয়েক মাস আগে থেকেই দল গোছানোতে ব্যস্ত ফ্র্যাঞ্চাইজি গুলো। খুলনা টাইটান্স শিবিরে থাকছেন দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির। 

290152
ফাইল ছবি (সংগ্রহীত)

১৯৭৯ সালের ২৭ মার্চ পাকিস্তানের লাহোরে জন্ম নেন ইমরান তাহির। ৪০ বছর বয়সী এই লেগ স্পিনার খেলেছেন পাকিস্তান অনূর্ধ্ব-১৯, পাকিস্তান ‘এ’ দলের হয়েও। তবে পরে থিতু হন দক্ষিণ আফ্রিকায়। পারফরম্যান্স দিয়ে জায়গা করে নেন প্রোটিয়াদের জাতীয় দলে। জায়গা পাকা করে হয়েছেন দলের নিয়মিত সদস্যও।

দক্ষিণ আফ্রিকার হয়ে ২০ টেস্ট, ১০৬ ওয়ানডে ও ৩৮ টি-টোয়েন্টি খেলেছেন ইমরান তাহির। টেস্টে ৫৭, ওয়ানডেতে ১৭২ ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ৬৩ উইকেট। চলতি বিশ্বকাপে ৮ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট।

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ সহ সব ধরণের টি-টোয়েন্টি খেলেছেন ২৪৯ টি। সেখানে ২০.৫৮ গড়ে ৩০৩ উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার। ৯ বার ম্যাচে নিয়েছেন ৪ উইকেট, ৫ উইকেট নিয়েছেন ২ বার। ম্যাচে সেরা বোলিং ফিগার ২৩ রান খরচে ৫ উইকেট।

আইপিএলে খেলেছেন ৫৫ ম্যাচ। উইকেট পেয়েছেন ৭৯ টি। বোলিং গড় ২০.৩৯, ওভারপ্রতি রান দিয়েছেন ৭.৮৮।

এর আগে ২০১২ সালের বিপিএলে ইমরান তাহিরকে দলে ভিড়িয়েছিল দুরন্ত রাজশাহী। আইপিএল, পিএসএল, সিপিএলে নিয়মিত মুখ ইমরান তাহির এবার বিপিএলে আসছেন খুলনা টাইটান্স শিবিরে।

চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএলের ৭ম আসর। আসন্ন আসরের আগে দল বদলের খবর পাওয়া যাচ্ছে আগে থেকেই। গত বিপিএলের ম্যান অফ দ্যা ফাইনাল হওয়া তামিম ইকবাল এবার দল বদলে যাচ্ছেন খুলনা টাইটান্স শিবিরে। পড়ুনঃ কুমিল্লা ছেড়ে খুলনায় তামিম।

৩৪ বছর বয়সী আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবিকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। গুঞ্জন আছে ইউনিভার্স বস ক্রিস গেইলকে এবার আর বিবেচনা করছে না ফ্র্যাঞ্চাইজিটি। আরো পড়ুনঃ চার বছর পর আবার রংপুর রাইডার্সে মোহাম্মদ নবি!

ডাবলিনে জন্ম নেওয়া ৩২ বছর বয়সী এউইন মরগান খেলতে আসছেন ঢাকা ডায়নামাইটসের হয়ে। পড়ুনঃ বিপিএল মাতাতে আসছেন এউইন মরগান। 

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

সবধরণের ক্রিকেট থেকে আম্বাতি রায়ডুর অবসর

Read Next

বাংলাদেশ ক্রিকেটের ভূয়সী প্রশংসায় শচীন টেন্ডুলকার

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share