টুইটার সয়লাব তামিমের সমালোচনায়

তামিম ইকবাল
Vinkmag ad

রোহিত শর্মা ৯ রানে ব্যাট করছিলেন। ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে আসলেন মুস্তাফিজ। মুস্তাফিজের ক্রসসিমের ব্যাক অফ আ লেংথের বলটা ব্যাকফুটে গিয়ে পুল করেছিলেন রোহিত। ক্যাচটা হাত থেকে বুক ছুঁয়ে পড়ে গেছে মাটিতে। শুরুতেই সুযোগ দিলেন রোহিত, শুরুতেই সেটা হাতছাড়া। মাত্র ৯ রানে সুযোগ পাওয়া রোহিত করলেন ফিফটিও! ৪৮ বলে ৫২* রানে ব্যাট করছেন রোহিত। তামিম ইকবালের হাতে এই ক্যাচ মিস! আর তাতেই টুইটারে শুরু হয়েছে সমালোচনা।

D dnBL6U4AASkth

৪৫ বলে ৪ চার ও ৩ ছয়ে ৫০ রান পূর্ন করলেন রোহিত শর্মা। অথচ ব্যক্তিগত ৯ রানের মাথায় ক্যাচ তুলেছিলেন। লোপ্পা ক্যাচ মিস করেছিলেন তামিম ইকবাল।ক্যাচ মিস তো ম্যাচ মিস! তামিমের এই ভুলের খেশারত তাই এখনও দিয়ে যেতে হচ্ছে টাইগার বোলারদের। জীবন পেয়ে ইতিমধ্যে ছক্কা-চার হাঁকিয়ে নতুন জীবনের ফায়দা তুলে চলেছেন রোহিত। শেষ পর্যন্ত রোহিতের এই ক্যাচ মিসে ম্যাচই না হারতে হয় বাংলাদেশকে। বৈশ্বিক মিডিয়াতেও চলছে তামিমের সমালোচনা।

৯৭ প্রতিবেদক

Read Previous

সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হলো বাংলাদেশের

Read Next

পুরানের ‘ফিরে আসার গল্প’ রূপকথাকেও হার মানায়

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share