খেলবেন মাহমুদউল্লাহ, একাদশে চার পেসার?

মাহমুদউল্লাহ ৩
Vinkmag ad

এজবাস্টনের মাঠের এক প্রান্তের আকার বেশ ছোট (৫৯ মিটার)। যেকারণে স্পিনাররা খরুচে হতে পারেন এই মাঠে। এই ভাবনা থেকে আজ ভারতের বিপক্ষে বাংলাদেশ একাদশে থাকতে পারেন চার পেসার। আর যার ইনজুরি নিয়ে দুর্ভাবনায় কেটেছে কদিন সেই মাহমুদউল্লাহ রিয়াদ আজ মহা গুরুত্বপূর্ণ ম্যাচে নামবেন এমনটাই নিশ্চিত।

মাহমুদউল্লাহ
ছবিঃ ক্রিকেট৯৭

গতকাল (১ জুলাই) অনুশীলনে ফিল্ডিং ও ব্যাটিং অনুশীলন চালিয়ে গেছেন কদিন আগেই ক্র্যাচে ভর দিয়ে হাটতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ। ম্যাচের দিন তাকে নিয়ে সিদ্ধান্ত আসার কথা। তবে ম্যাচের গুরুত্ব বিবেচনায় রিয়াদের আজ মাঠে না নামবার কোন কারণ নেই। এই বড় ম্যাচে দারুণ কিছু করতে মুখিয়ে এই অলরাউন্ডার। যদিও কাঁধের ইনজুরির কারণে বোলিং করতে পারছেন না তিনি। মাহমুদউল্লাহ কোন কারণে মাঠে নামতে না পারলে তাঁর স্থানে নামবেন মোহাম্মদ মিঠুন বা সাব্বির রহমান।

অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন তো আছেনই। ভেন্যুর চরিত্রের কথা মাথায় রেখে আজ একাদশে চতুর্থ পেসার হিসাবে আসতে পারেন রুবেল হোসেন। আর সেক্ষেত্রে বাদ পড়বেন মোসাদ্দেক হোসেন বা মেহেদী হাসান মিরাজের মধ্যে একজন। ব্যাটিং সক্ষমতায় অবশ্য একাদশে থাকার দৌড়ে মিরাজের চেয়ে এগিয়ে থাকবেন মোসাদ্দেক।

সম্ভাব্য একাদশঃ

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন/ মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক) ও মুস্তাফিজুর রহমান।

 

Shihab Ahsan Khan

Shihab Ahsan Khan, Editorial Writer- Cricket97

Read Previous

দেশের ভাবমূর্তি নষ্ট না করতে সমর্থকদের মাশরাফির অনুরোধ

Read Next

সেমিফাইনালে ওঠার স্বপ্ন শেষ হলো বাংলাদেশের

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share