টস ও একাদশ নিয়ে যা ভাবছেন মাশরাফি

মাশরাফি ৪
Vinkmag ad

আগামীকাল (২ জুলাই) এজবাস্টনে টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামছে টিম বাংলাদেশ। হারলেই হয়তো টুর্নামেন্ট শেষ, বিশেষ করে গতকাল (৩০ জুন) একই মাঠে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয়ই পিছিয়ে দিয়েছে বাংলাদেশ, পাকিস্তানকে। ম্যাচ পূর্ববর্তী দিন মাশরাফি জানালেন বিশ্বকাপের মত টুর্নামেন্টে অন্যদের দিকে তাকিয়ে সামনে এগোনোর মানে হয়না বরং ভারতের মত প্রতিপক্ষের বিপক্ষে ভালো খেলে জিততে পারাটা হবে দেশের ক্রিকেটের সামনে এগোনোর হাওয়া।

মাশরাফি ৩
ছবিঃ ক্রিকেট৯৭

নিজেরা ভালো খেলাতেই সেমির দৌড়ে টিকে আছে বাংলাদেশ, সেমিতে যেতে হলেও নিজেরা ভালো খেলে নিজেদের কাজ করে রাখতে হবে উল্লেখ করে টাইগার দলপতি নিজেদের ভালো খেলাকেই দিয়েছে গুরুত্ব,” এখনও পর্যন্ত যতটুকু এসেছি, নিজেরা তিনটা ম্যাচ জিতে, বৃষ্টিতে এক পয়েন্ট নিয়ে। যতটুকু হয়েছে, নিজেরা ভালো খেলেছি বলেই। কালকের ম্যাচে ভালো করতে পারাটাই ভাবনার বিষয়। এধরনের টুর্নামেন্টে আপনি অন্যদের দিকে তাকিয়ে থাকার মানে হয়না। ”

তবে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের জয়টা একটু বেকায়দায় ফেলেছে স্বীকার করলেও ভারতের মত শক্তিশালী দলের বিপক্ষে খেলে জেতার চ্যালেঞ্জকে ইতিবাচক দেখছেন মাশরাফি, ” কালকের ম্যাচে যেটা হয়েছে ভারত জিতলে পরিস্থিতি ভিন্ন দেখাতো। তবে আগামীকাল (২ জুলাই) কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা আমি দেখছি ইতিবাচক হিসেবে। তাদের বিপক্ষে ভালো খেলে জিততে পারাটা আমাদের জন্য ভালো, শুধু এ টুর্নামেন্টের জন্য নয় আমাদের ক্রিকেটের ভবিষ্যতের জন্যও অনেক বড় প্রাপ্তি হবে।”

মাশরাফি ২
ছবিঃ ক্রিকেট৯৭

ভারতের মত শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে একাদশ সাজানো আর ভিরাট কোহলি, রোহিতদের সামনে টস জিতে সিদ্ধান্ত নিতে হিমশিম খেতে হয় বাঘা বাঘা দলগুলোকেও। সেক্ষেত্রে কাল বাংলাদেশের পরিকল্পনা কি হতে পারে এমন প্রশ্নে মাশরাফির কন্ঠেও ছিল উদ্বিগ্নতা,” একাদশ কি হবে বলা মুশকিল তিবে টসের ক্ষেত্রে এধরনের উইকেটে সবাই ব্যাট করতে চায়। আর কাল যে নির্দিষ্ট দলের বিপক্ষে খেলবো তারা রান তাড়া সবদময়ই পছন্দ করে। ইংল্যান্ডের সাথে হয়তো পারেনি, ইংল্যান্ডের বোলিংও আপনাকে বিবেচনায় নিতে হবে এক্ষেত্রে। আগে ব্যাট করলেও তারা বড় স্কোরই করবে। আর এসব উইকেটে আগে ব্যাটিংই সবার চাওয়া। ”

সম্প্রতিকালে ভারত-পাকিস্তান ম্যাচকে পেছনে ফেলে দর্শক উন্মাদনায় বাংলাদেশ-ভারত ম্যাচই এগিয়ে। অন্তত দু দেশের সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা সেটাই বলে, কিন্তু মাশরাফি বলছেন ভারত বলে আলাদা চাপ নেই, প্রতিটি ম্যাচই জেতার জন্য নামেন সমান চাপ নিয়েই,” ওদের বিপক্ষে আগেও খেলেছি, চাপ সবসময়ই থাকে। প্রতিটি ম্যাচই চাপের, আলাদা করে দেখার কিছু নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের প্রভাবিত করেনা। আমার মনে হয়না সামাজিক যোগাযোগ মাধ্যমের চাপ আমাদের ভালো খেলায় কিংবা খারাপ খেলায় প্রভাবিত করে। আমরা এসবে মনযোগ দেইনা, সামনে পড়লেও এড়িয়ে যাই।”

৯৭ প্রতিবেদক

Read Previous

ভারতের কেউ আসেননি সংবাদ সম্মেলনে!

Read Next

জয় পেয়ে হতাশা যেন আরও বাড়ল শ্রীলঙ্কার

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share