ভারতের কেউ আসেননি সংবাদ সম্মেলনে!

কোহলি চাহাল
Vinkmag ad

এজবাস্টনে আগামীকাল আরেকটি বাংলাদেশ-ভারত লড়াই। ম্যাচের আগের দিন আইসিসির বিশ্বকাপ নিয়ম অনুযায়ী ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন হয়। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা আজ সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। কিন্তু ভারত দলের হয়ে কেউ’ই আসেননি আজকের ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে। 

289767

ভারত দল আজ অনুশীলনও করেনি। বাংলাদেশ দল এজবাস্টনে অনুশীলন করেন। তারপর সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। কিন্তু আইসিসির নিয়ম থাকলেও ভারতের কেউই আসেনি আজকের সংবাদ সম্মেলনে।

ভারতীয় দলের সূত্র জানিয়েছে; ভারত-বাংলাদেশ ম্যাচ নিয়ে তাদের পরিকল্পনা কিংবা সাংবাদিকদের জানার উত্তর গতকালই দিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে। তার কারণেই নাকি ভারত আজ সংবাদ সম্মেলন করবে না।

হতাশ করলেন, ইংল্যান্ডে সংবাদ সংগ্রহের জন্য অবস্থানরত বাংলাদেশ ও ভারত দুই দেশের সাংবাদিকদেরই।

289775

এজবাস্টনে আগামীকাল বিকাল ৩ঃ৩০ এ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। এই গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের ফর্মে থাকা ব্যাটিং লাইন-আপের বিপক্ষে স্পিনার দিয়ে ঝুঁকি নিতে চায় না ভারত। এই ম্যাচে ভিরাট কোহলিদের হারাতে পারলে বাংলাদেশের সেমি ফাইনালের স্বপ্ন টিকে থাকবে।

বাংলাদেশের বিরুদ্ধে স্পিন নয়; পুরো পেস শক্তি নিয়ে লড়াইয়ে নামবে ভারত। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল।

ভারতীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল আজ জানিয়েছেন, কাল বাংলাদেশের বিপক্ষে নাও খেলতে পারেন কেদার যাদব। সেই সঙ্গে বসিয়ে রাখা হতে পারে লেগ স্পিনার যুজবেন্দ্র চাহালকেও। কেদার যাদব আর যুজবেন্দ্র চাহাল বাদ পড়লে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে সেরা একাদশে ফিরবেন ইনজুরি থেকে ফেরা পেসার ভুবনেশ্বর কুমার ও অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা।

গতকাল ইংল্যান্ডের বিপক্ষে ১০ ওভার বোলিং করে ৮৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন যুজবেন্দ্র চাহাল। যেকোনো ভারতীয় বোলারের জন্য বিশ্বকাপে এটি সবচেয়ে খরুচে বোলিং। ইংল্যান্ডের বিপক্ষে কেদার যাদবের ব্যাটিং ভারতীয় একাদশে তাঁর জায়গা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। শেষদিকে ব্যাটিংয়ে নেমে ১ চারে করেন তিনি ১৩ বলে মাত্র ১২ রান।

৯৭ প্রতিবেদক

Read Previous

ভারতীয় একাদশে আসছে দুই পরিবর্তন

Read Next

টস ও একাদশ নিয়ে যা ভাবছেন মাশরাফি

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share