
বিজয় শঙ্করের ভারতের বিশ্বকাপ দলে অন্তর্ভূক্তি নিয়ে কম কথা হয়নি। ‘থ্রি ডি’ ক্রিকেটার হিসাবে দলে সুযোগ পেয়েছিলেন, আম্বাতি রায়ডুকে টপকে বিবেচনায় ছিলেন চার নম্বরে খেলার জন্য। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে হয়েছিল স্বপ্নের বিশ্বকাপ অভিষেকও। তবে বিশ্বকাপে ৩ ম্যাচ খেলা শঙ্করের বিশ্বকাপ যাত্রা শেষ হয়েছে ইনজুরিতে। বদলি হিসাবে সুযোগ পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল।
নেটে অনুশীলন করার সময় জাসপ্রীত বুমরাহর এক ইয়র্কারে বল লাগে বিজয় শঙ্করের পায়ের আঙ্গুলে। তাতেই শেষ হয়েছে বিজয় শঙ্করের আর খেলার সম্ভাবনা। টুর্নামেন্টের বাকি থাকা অংশে আর খেলার সম্ভাবনা নেই তাঁর। দ্রুতই ইংল্যান্ড থেকে ভারতের বিমান ধরছেন বিজয়।
JUST IN: Vijay Shankar out of #CWC19 with toe injury. Mayank Agarwal roped in as replacement #Worldcup2019 #C97
— Cricket97 (@cricket97bd) July 1, 2019
এই বিশ্বকাপে ৩ ম্যাচ খেলেছিলেন বিজয় শঙ্কর। পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে অপরাজিত ১৫ রান করা বিজয় শঙ্কর ২২ রান খরচে নিয়েছিলেন ২ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে ২৯ রান করার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেছিলেন ১৪ রান। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বিজয় শঙ্করের বদলে খেলেছিলেন রিশাব পান্ট।
বিজয় শঙ্করের বদলি হিসাবে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে যুক্ত হচ্ছেন মায়াঙ্ক আগারওয়াল। গত দুই বছরে লিস্ট-এ ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন আগারওয়াল।
ভারতের হয়ে ২ টেস্ট খেলা মায়াঙ্ক আগারওয়াল কখনো ভারতের জার্সি গায়ে খেলেননি ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে। লিস্ট-এ ক্রিকেটে ৭৫ ম্যাচ খেলা মায়াঙ্ক আগারওয়াল রান করেছেন ৩৬০৫। গড় ৪৮.৭১, স্ট্রাইক রেট ১০০.৭২, সেঞ্চুরি ১২, ফিফটি ১৪ টি।
গত ২৪ মাসে ৩১ লিস্ট-এ ম্যাচ খেলা মায়াঙ্ক আগারওয়াল রান করেছেন ৫৮.২৩ গড়ে ১৭৪৭। ৭ সেঞ্চুরির সাথে আছে ৬ ফিফটি। এর মধ্যে ইংল্যান্ডের মাটিতে ৬ ইনিংস খেলে করেছেন ৮৮.৪০ গড়ে করেছেন ৪৪২ রান। স্ট্রাইক রেটটা ১১৩.৬২, সেঞ্চুরি ৩ টা।