‘ওরা জঘন্যভাবে ব্যর্থ হয়েছে, দেখিয়েছে অখেলোয়াড়সুলভ আচরণ’

ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৩৭ রান তাড়া করতে গিয়ে গতকাল ম্যাচ হেরে গেছে ভারত। ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে দেখলে এটা কেবলই একটা হার হলেও ভারতের এমন ব্যাটিংয়ের কারণে; এই হারেই হাজার প্রশ্ন উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে কড়া সমালোচনা। ভারতের ব্যাটিং কিংবা পুরো ম্যাচ নিয়েই এবার সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস

291539

শেষ ১০ ওভারে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১০৪। হাতে ছিল ৬ উইকেট। টি-টোয়েন্টি যুগে এ রান তোলা অসম্ভব কিছু ছিল না। কিন্তু সেই প্রচেষ্টাও করেননি ভারতীয় ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ধোনি ৩১ বলে ৪২ ও যাদব ১৩ বলে ১২ রান করে অপরাজিত থাকেন।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুস তো ভারতের ব্যাটিংকে অখেলোয়াড়সুলভই বলছেন।

‘আপনি কী সেটা আপনার পরিচয় নয়। আপনি জীবনে কী করেন সেটাতেই আপনার পরিচয়। পাকিস্তান সেমিফাইনালে উঠল নাকি উঠল না তা নিয়ে আমার বিশেষ মাথাব্যথা নেই, তবে একটা জিনিস নিশ্চিত, কিছু বিশ্বচ্যাম্পিয়ন দলের খেলোয়াড়ি মানসিকতার একটা বড় পরীক্ষা ছিল আজকে, আর তাতে তারা জঘন্যভাবে ব্যর্থ হয়েছে।’

ওয়াকার ইউনুসের করা এই টুইটে- ভারতের পক্ষ নিয়ে মন্তব্য করেছিলেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার ওয়াসিম আকরাম। কিন্তু কিছুক্ষণ পরেই তিনি টুইটে করা মন্তব্যটি ডিলিট করে নেন।

এজবাস্টনে ইংল্যান্ড ৩১ রানে হারিয়ে দিল ভিরাট-বাহিনীকে। টিম ইন্ডিয়া এ দিন হেরে যাওয়ায় বিশ্বকাপে পাকিস্তান, বাংলাদেশ বেশ বিপদে পড়ে গেল। ভারত জিতলে সুবিধা হত দুই দেশেরই। সেটা আর হলো না। স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন বাংলাদেশ-পাকিস্তানের সমর্থকেরা। পুরো ম্যাচে ভারতের ধীর ব্যাটিং দেখে প্রশ্ন তুলেছেন অনেকে। সে তালিকায় আছেন পাকিস্তানের সাবেক কোচ ও কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসও।

বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ নিয়ে এমন ম্যাচ কীভাবে হেরে যায় ভারত সে সমালোচনার ঝড়ে বিধ্বস্ত সোশ্যাল মিডিয়া।

৯৭ প্রতিবেদক

Read Previous

বুমরাহর ইয়র্কারে বিশ্বকাপ শেষ বিজয় শঙ্করের!

Read Next

বিশ্বকাপ শেষের আগেই ক্যারিয়ারকে বিদায় বললেন হামিদ

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share