ভারতের মন্থর ব্যাটিং, টুইটারে সমালোচনার ঝড়

india
Vinkmag ad

নতুন জার্সিতে প্রথম ম্যাচেই ৩১ রানে হার ভারতের। প্রথম দশ ওভার এবং শেষ ১০ ওভারের ধীর ব্যাটিং ভারতকে ছিটকে দেয় ম্যাচ থেকে।  ‘টিম ইন্ডিয়া’ এ দিন হেরে যাওয়ায় বিশ্বকাপে পাকিস্তান, বাংলাদেশ বেশ সমস্যায় পড়ে গেল। ভারত জিতলে সুবিধা হত দুই পড়শি দেশেরই। সেটা আর হল না। 

291539

হার্দিক পান্ডিয়া ৩৩ বলে ৪৫ রান তুললেও প্রথম দিককার রানের চাপটা আর কাটিয়ে উঠতে পারেনি ভারত। মহেন্দ্র ধোনি ৩১ বলে ৪২ করে উইকেটে থাকার পরও ৩১ রান দূরে থাকতেই থামে ভারতের লড়াই।

শেষদিকে ভারতের ব্যাটিং নিয়ে টুইটারে সমালোচনায় মত্ত হয়েছেন ক্রিকেট সমর্থক, সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার, অভিনেতারা।

https://twitter.com/Dhavaljsuthar/status/1145410108299472896

97 Desk

Read Previous

অবসর ভাবনায় মালিঙ্গা, দ্রুতই আসতে পারে সিদ্ধান্ত

Read Next

মাশরাফির সমালোচনা করা ডাক্তারকে রাঙ্গামাটিতে বদলি

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Total
0
Share